জবুর শরীফ 89:1-7 BACIB

1 হে মাবুদ, আমি চিরকাল তোমার অটল মহব্বতের গান গাইব,আমি নিজের মুখে তোমার বিশ্বস্ততা পুরুষ-পরম্পরায় ব্যক্ত করবো।

2 আমি ঘোষণা করি, তোমার অটল মহব্বত চিরতরে সংস্থাপিত হবে,তোমার বিশ্বস্ততাকে বেহেশতেই তুমি সংস্থাপন করেছ।

3 তুমি বলেছ, ‘আমি নিজের মনোনীত লোকের সঙ্গে নিয়ম করেছি,নিজের গোলাম দাউদের কাছে এই শপথ করেছি;

4 আমি তোমার বংশকে চিরতরে সংস্থাপিত করবো,বংশ পরস্পরায় তোমার সিংহাসন গাঁথব।’ [সেলা।]

5 হে মাবুদ, বেহেশত তোমার অলৌকিক কাজের,পবিত্রগণের সমাজ তোমার বিশ্বস্ততারও প্রশংসা করবে।

6 কেননা আসমানে মাবুদের সঙ্গে কে তুলনীয় হতে পারে?বীর-পুত্রদের মধ্যেই বা কে মাবুদের মত?

7 আল্লাহ্‌ পবিত্রগণের সভাতে প্রবল পরাক্রমশালী,তাঁর চারদিকের সকলের উপরে ভয়াবহ।