জবুর শরীফ 89:15-21 BACIB

15 সুখী সেই লোকেরা, যারা সেই আনন্দধ্বনি জানে,হে মাবুদ, তারা তোমার উপস্থিতির আলোতে গমনাগমন করে।

16 তারা সমস্ত দিন তোমার নামে উল্লাস করে,তারা তোমার ধর্মশীলতায় উন্নত হয়;

17 যেহেতু তুমিই তাদের ক্ষমতার শোভা,আর তোমার অনুগ্রহে আমাদের মাথা উন্নত হবে।

18 কেননা আমাদের ঢাল মাবুদ,আমাদের বাদশাহ্‌ ইসরাইলে পবিত্রতম।

19 একবার তুমি নিজের বিশ্বস্ত এক জন গোলামকে দর্শন দিয়ে কথা বলেছিলে,বলেছিলে, আমি সাহায্য করার ভার এক জন বীরের হাতে তুলে দিয়েছি,আমি লোকদের মধ্যে মনোনীত এক জনকে উন্নত করেছি।

20 আমার গোলাম দাউদকেই পেয়েছি,আমার পবিত্র তেলে তাকে অভিষিক্ত করেছি।

21 আমার হাত তার দৃঢ় সহায় হবে,আমার বাহু তাকে বলবান করবে।