জবুর শরীফ 89:17-23 BACIB

17 যেহেতু তুমিই তাদের ক্ষমতার শোভা,আর তোমার অনুগ্রহে আমাদের মাথা উন্নত হবে।

18 কেননা আমাদের ঢাল মাবুদ,আমাদের বাদশাহ্‌ ইসরাইলে পবিত্রতম।

19 একবার তুমি নিজের বিশ্বস্ত এক জন গোলামকে দর্শন দিয়ে কথা বলেছিলে,বলেছিলে, আমি সাহায্য করার ভার এক জন বীরের হাতে তুলে দিয়েছি,আমি লোকদের মধ্যে মনোনীত এক জনকে উন্নত করেছি।

20 আমার গোলাম দাউদকেই পেয়েছি,আমার পবিত্র তেলে তাকে অভিষিক্ত করেছি।

21 আমার হাত তার দৃঢ় সহায় হবে,আমার বাহু তাকে বলবান করবে।

22 দুশমন তার প্রতি জুলুম করতে পারবে না,নাফরমানীর সন্তান তাকে দুঃখ দিতে পারবে না।

23 আমি তার দুশমনদেরকে তার সম্মুখে চূর্ণ করবো,তার বিদ্বেষিদেরকে আঘাত করবো।