4 আমি তোমার বংশকে চিরতরে সংস্থাপিত করবো,বংশ পরস্পরায় তোমার সিংহাসন গাঁথব।’ [সেলা।]
5 হে মাবুদ, বেহেশত তোমার অলৌকিক কাজের,পবিত্রগণের সমাজ তোমার বিশ্বস্ততারও প্রশংসা করবে।
6 কেননা আসমানে মাবুদের সঙ্গে কে তুলনীয় হতে পারে?বীর-পুত্রদের মধ্যেই বা কে মাবুদের মত?
7 আল্লাহ্ পবিত্রগণের সভাতে প্রবল পরাক্রমশালী,তাঁর চারদিকের সকলের উপরে ভয়াবহ।
8 হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্!হে মাবুদ, তোমার মত বিক্রমী কে?আর তোমার বিশ্বস্ততা তোমার চারদিকে বিদ্যমান।
9 তুমিই সাগর-গর্জনের উপরে কর্তৃত্ব করছো,তার তরঙ্গমালা উঠলে তুমি তা শান্ত করে থাক।
10 তুমিই রহবকে চূর্ণ করে হত ব্যক্তির সমান করেছ,তুমি নিজের বলবান বাহু দ্বারা তোমার দুশমনদেরকে ছিন্নভিন্ন করেছ।