জবুর শরীফ 89:6-12 BACIB

6 কেননা আসমানে মাবুদের সঙ্গে কে তুলনীয় হতে পারে?বীর-পুত্রদের মধ্যেই বা কে মাবুদের মত?

7 আল্লাহ্‌ পবিত্রগণের সভাতে প্রবল পরাক্রমশালী,তাঁর চারদিকের সকলের উপরে ভয়াবহ।

8 হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্‌!হে মাবুদ, তোমার মত বিক্রমী কে?আর তোমার বিশ্বস্ততা তোমার চারদিকে বিদ্যমান।

9 তুমিই সাগর-গর্জনের উপরে কর্তৃত্ব করছো,তার তরঙ্গমালা উঠলে তুমি তা শান্ত করে থাক।

10 তুমিই রহবকে চূর্ণ করে হত ব্যক্তির সমান করেছ,তুমি নিজের বলবান বাহু দ্বারা তোমার দুশমনদেরকে ছিন্নভিন্ন করেছ।

11 আসমান তোমার, দুনিয়াও তোমার;দুনিয়া ও তার সমস্ত বস্তু তোমারই হাতে স্থাপিত।

12 তুমিই উত্তর ও দক্ষিণ দিকের সৃষ্টি করেছ;তাবোর ও হর্মোণ তোমার নামে আনন্দধ্বনি করে।