জবুর শরীফ 89:9-15 BACIB

9 তুমিই সাগর-গর্জনের উপরে কর্তৃত্ব করছো,তার তরঙ্গমালা উঠলে তুমি তা শান্ত করে থাক।

10 তুমিই রহবকে চূর্ণ করে হত ব্যক্তির সমান করেছ,তুমি নিজের বলবান বাহু দ্বারা তোমার দুশমনদেরকে ছিন্নভিন্ন করেছ।

11 আসমান তোমার, দুনিয়াও তোমার;দুনিয়া ও তার সমস্ত বস্তু তোমারই হাতে স্থাপিত।

12 তুমিই উত্তর ও দক্ষিণ দিকের সৃষ্টি করেছ;তাবোর ও হর্মোণ তোমার নামে আনন্দধ্বনি করে।

13 তোমার বাহু পরাক্রম-বিশিষ্ট,তোমার হাত শক্তিমান, তোমার ডান হাত সুউচ্চ।

14 ধর্মশীলতা ও ন্যায়বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল;অটল মহব্বত ও বিশ্বস্ততা তোমার অগ্রগামী।

15 সুখী সেই লোকেরা, যারা সেই আনন্দধ্বনি জানে,হে মাবুদ, তারা তোমার উপস্থিতির আলোতে গমনাগমন করে।