7 কেননা তোমার ক্রোধে আমরা ক্ষয় পাই,তোমার কোপে আমরা ভীষণ ভয় পাই।
8 তুমি রেখেছ আমাদের অপরাধগুলো তোমার সাক্ষাতে,আমাদের গুপ্ত বিষয়গুলো তোমার উপস্থিতির আলোতে।
9 কেননা তোমার ক্রোধে আমাদের সকল দিন বয়ে যায়,আমরা নিজ নিজ বছর নিশ্বাসের মত শেষ করি।
10 আমাদের আয়ুর পরিমাণ সত্তর বছর;বলযুক্ত হলে আশী বছর হতে পারে;তবুও তাতে থাকে কেবল কষ্ট ও দুঃখমাত্র,কেননা তা বেগে পালিয়ে যায় এবং আমরা উড়ে যাই।
11 তোমার ক্রোধের পরিণতি কে বোঝে?যারা তোমাকে ভয় করে তাদের মত তোমার ভয়াবহতা কে বুঝতে পারে?
12 এভাবে আমাদের দিন গণনা করতে শিক্ষা দাও,যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি।
13 হে মাবুদ, ফির, আর কত কাল?এখন তোমার গোলামদের প্রতি সদয় হও।