12 তাঁরা তোমাকে হাতে করে তুলে নেবেন,যেন তোমার চরণে পাথরের আঘাত না লাগে।
13 তুমি সিংহ ও সাপের উপর পা দেবে,তুমি যুবসিংহ ও নাগকে পদতলে দলবে।
14 ‘সে আমাতে আসক্ত, সেজন্য আমি তাকে বাঁচাব;আমি তাকে উচ্চে স্থাপন করবো,কারণ সে আমার নাম জ্ঞাত হয়েছে।
15 সে আমাকে ডাকবে, আমি তাকে উত্তর দেব;আমি সঙ্কটে তার সঙ্গে থাকব;আমি তাকে উদ্ধার করবো, গৌরবান্বিতও করবো।
16 আমি দীর্ঘ আয়ু দিয়ে তাকে তৃপ্ত করবো,আমার নাজাত তাকে দেখাব।’