5 পর্বতগুলো মোমের মত গলে গেল,মাবুদের সাক্ষাতে, সমস্ত দুনিয়ার প্রভুর সাক্ষাতে।
6 বেহেশত তাঁর ধর্মশীলতা তবলিগ করেছে,এবং সমস্ত জাতি তাঁর গৌরব দেখেছে ।
7 লজ্জিত হোক সেই সকলে,যারা খোদাই-করা মূর্তির সেবা করে,যারা মূল্যহীন মূর্তির গর্ব করে;হে দেবতারা! সকলে তাঁকে সেজ্দা কর।
8 সিয়োন শুনে আনন্দিত হল,এহুদার কন্যারা উল্লসিত হল,হে মাবুদ, তোমার বিচারগুলোর জন্য।
9 কেননা, হে মাবুদ, তুসি সমস্ত দুনিয়ার উপরে সর্বশক্তিমান,তুমি সমস্ত দেবতা থেকে অতিশয় উন্নত।
10 মাবুদের তাদের মহব্বত করেন যারা নাফরমানীকে ঘৃণা করে;তিনি তাঁর ভক্তদের প্রাণ রক্ষা করেন,দুষ্টদের হাত থেকে তাদেরকে উদ্ধার করেন।
11 আলো বর্ষণ করা হয়েছে ধার্মিকের জন্য,আর সরলচিত্তদের জন্য আনন্দ।