জবুর শরীফ 99:2-8 BACIB

2 মাবুদ সিয়োনে মহান,তিনি সমস্ত জাতির উপরে উন্নত।

3 তারা তোমার মহৎ ও ভক্তিপূর্ণ ভয় জাগানো নামের প্রশংসা-গজল করুক;তিনি পবিত্র।

4 বাদশাহ্‌ শক্তিধর, তিনি বিচার ভালবাসেন;তুমি ন্যায়বিধি অটল করেছ,তুমি ইয়াকুবের মধ্যে বিচার ও ধার্মিকতা সাধন করেছ।

5 তোমরা আমাদের আল্লাহ্‌ মাবুদের প্রতিষ্ঠা কর,তাঁর পাদপীঠের অভিমুখে সেজ্‌দা কর;তিনি পবিত্র।

6 তাঁর ইমামদের মধ্যবর্তী মূসা ও হারুন,যাঁরা তাঁর নামে ডাকেন, তাঁদের মধ্যবর্তী শামুয়েল;তাঁরা মাবুদকে ডাকতেন এবং তিনি উত্তর দিতেন।

7 তিনি মেঘস্তম্ভে থেকে তাঁদের কাছে কথা বলতেন;তাঁরা তাঁর সমস্ত নির্দেশ ও তাঁর দেওয়া বিধি পালন করতেন।

8 হে মাবুদ, আমাদের আল্লাহ্‌, তুমিই তাঁদেরকে উত্তর দিয়েছিলে,তুমি তাঁদের পক্ষে ক্ষমাশীল আল্লাহ্‌ হয়েছিলে,তবুও তাঁদের কাজের প্রতিফল দিয়েছিলে।