3 কেন বলছ, “যদি দুনিয়া-সংসারের সব ভিত্তিই ভেংগে ফেলা হয়তবে আল্লাহ্ভক্তদের করবার আর কিছুই নেই”?
4 কিন্তু মাবুদ বেহেশতে তাঁর পবিত্র বাসস্থানে আছেন;তাঁর সিংহাসন সেখানেই রয়েছে।তিনি মানুষকে লক্ষ্য করেন;তাঁর চোখ তাদের যাচাই করে।
5 মাবুদ তাঁর ভক্তদের যাচাই করে দেখান,কিন্তু যারা দুষ্ট এবং জুলুম ভালবাসেতাদের তিনি অগ্রাহ্য করেন।
6 তিনি দুষ্টদের উপরে বিপদ পাঠাবেন;তাদের ভাগ্যে রয়েছে আগুন, জ্বলন্ত গন্ধকআর আগুনের মত বাতাস।