1 আমাদের আল্লাহ্র শহরে, তাঁর পবিত্র পাহাড়ে,মাবুদ মহান ও সবচেয়ে বেশী প্রশংসার যোগ্য।
2 আল্লাহ্র বাসস্থান ঐ সিয়োন পাহাড়,উঁচুতে স্থাপিত মহান বাদশাহ্র ঐ শহর দেখতে সুন্দর;সারা দুনিয়াকে তা আনন্দ দেয়।
3 সেই শহরের রাজবাড়ীর দালান্তকোঠায়আল্লাহ্ নিজেকে কেল্লা হিসাবে প্রকাশ করেছেন।
4 বাদশাহ্রা তাদের সৈন্যদল জমায়েত করে একসংগে এগিয়ে গেল;
5 তারা সেই শহরটাকে দেখে আঁত্কে উঠলআর ভীষণ ভয়ে পালিয়ে গেল।
6 ভয়ে সেখানে তাদের কাঁপুনি ধরে গিয়েছিলআর প্রসবকারিণী স্ত্রীলোকের মত যন্ত্রণা হয়েছিল।
7 যেমন করে জোরালো পূবের বাতাস দিয়েতিনি বড় বড় তর্শীশ-জাহাজ ভেংগে ফেললেন,তেমনি করেই তিনি তাদের ধ্বংস করলেন।
8 আল্লাহ্ রাব্বুল আলামীনের শহরের মধ্যে থেকে,আমাদের মাবুদের শহরের মধ্যে থেকেআমরা যা শুনেছি চোখেও তা-ই দেখলাম;দেখলাম তিনি শহরটা চিরকালের জন্য স্থাপন করবেন।
9 হে আল্লাহ্, তোমার ঘরের মধ্যেতোমার অটল মহব্বতের কথা আমরা ধ্যান করেছি।
10 হে আল্লাহ্, তোমার বিষয় যেমন সব মানুষ জানেতেমনি তোমার প্রশংসা দুনিয়ার শেষ সীমা পর্যন্ত আছে;তোমার ডান হাত ন্যায় কাজ করার কুদরতে পরিপূর্ণ।
11 তোমার ন্যায়বিচার দেখে সিয়োন পাহাড় খুশী হোকআর এহুদার গ্রামগুলো আনন্দ করুক।
12 হে এহুদার লোকেরা, তোমরা সিয়োনের চারপাশ দিয়ে ঘুরে এস,তার কেল্লাগুলো গুণে দেখ;
13 তার চারপাশের দেয়ালগুলো লক্ষ্য কর,তার রাজবাড়ীর দালান্তকোঠা ঘুরে দেখ,যেন সেই সব কথা তোমাদের সন্তানদের কাছে বলে যেতে পার।