জবুর 63 MBCL

হযরত দাউদের একটা কাওয়ালী। তিনি যখন মরুভূমিতে ছিলেন কাওয়ালীটি সেই সময়কার।

1 হে আল্লাহ্‌, তুমি আমারই আল্লাহ্‌,আমি আগ্রহের সংগে তোমাকে ডাকছি;এই শুকনা পানিহীন দেশে,যার ফসল দেওয়ার শক্তি পর্যন্ত ফুরিয়ে গেছে,সেখানে তোমার জন্য আমার প্রাণ পিপাসিত,তোমার জন্য আমার শরীর ব্যাকুল হয়ে উঠেছে।

2 এই ভাব নিয়েই সেই পবিত্রস্থানে আমি তোমাকে দেখেছি,দেখেছি তোমার কুদরত ও গৌরব।

3 তোমার অটল মহব্বত পাওয়া বেঁচে থাকার চাইতেও ভাল;আমার মুখ তোমার প্রশংসা করবে।

4 আমি সারা জীবন তোমার প্রশংসা করব;তোমার উদ্দেশে আমি হাত তুলে মুনাজাত করব।

5 গোশ্‌ত ও মজ্জায় তৃপ্ত হওয়া লোকের মতই আমার প্রাণ তৃপ্ত;আমার মুখ মহা আনন্দে তোমার প্রশংসা-কাওয়ালী গাইবে।

6 বিছানায় শুয়ে আমি তোমার কথা ভাবি,রাতের প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান করি;

7 কারণ তুমিই আমার সাহায্যকারী;তোমার ডানার ছায়ায় আমি কাওয়ালী গাই।

8 আমার প্রাণ তোমাকে আঁকড়ে ধরেছে;তোমার ডান হাত আমাকে ধরে রেখেছে।

9 যারা আমার জীবন শেষ করার খোঁজে থাকেতারা দুনিয়ার তলায় সবচেয়ে নীচু জায়গায় নেমে যাবে।

10 তলোয়ারের মুখে তাদের তুলে দেওয়া হবে;তারা হবে শিয়ালের খাবার।