জবুর 103 MBCL

হযরত দাউদের কাওয়ালী।

1 হে আমার প্রাণ, মাবুদের প্রশংসা কর;হে আমার অন্তর, তাঁর পবিত্রতার প্রশংসা কর।

2 হে আমার প্রাণ, মাবুদের প্রশংসা কর;তাঁর কোন উপকারের কথা ভুলে যেয়ো না।

3 তোমার সমস্ত গুনাহ্‌ তিনি মাফ করেন;তিনি তোমার সমস্ত রোগ ভাল করেন।

4 তিনি কবর থেকে তোমার জীবন মুক্ত করেন;তিনি তোমাকে অটল মহব্বত ও মমতায় ঘিরে রাখেন।

5 যা উপকার আনে তেমন সব জিনিস দিয়েতিনি তোমাকে তৃপ্ত করেন;তিনি ঈগল পাখীর মত তোমাকে নতুন যৌবন দেন।

6 মাবুদ উচিত কাজ করেন;তিনি ন্যায়ভাবে অত্যাচারিতদের বিচার করেন।

7 কি উদ্দেশ্যে কি করেন তা তিনি মূসাকে জানিয়েছেন;তাঁর কাজ তিনি বনি-ইসরাইলদের দেখতে দিয়েছেন।

8 মাবুদ মমতায় পূর্ণ ও দয়াময়;তিনি সহজে রেগে উঠেন না,তাঁর অটল মহব্বতের সীমা নেই।

9 তিনি দোষীর বিরুদ্ধে দিনের পর দিন অভিযোগ করেন না,চিরকাল রাগ পুষে রাখেন না।

10 আমাদের গুনাহের শাস্তি যতটা আমাদের পাওনাততটা তিনি আমাদের দেন না;আমাদের অন্যায় অনুসারেও শাস্তি দেন না।

11 দুনিয়া থেকে আসমানের দূরত্বের যেমন সীমা নেই,তেমনি তাঁর ভক্তদের উপরে তাঁর অটল মহব্বতেরওসীমা নেই।

12 পশ্চিম দিক থেকে পূর্ব দিক যত দূরে,আমাদের সব গুনাহ্‌ তিনি তত দূরে সরিয়ে দিয়েছেন।

13 সন্তানদের প্রতি পিতার যেমন মমতা আছেতেমনি তাঁর ভক্তদের উপর তাঁর মমতা আছে।

14 কিভাবে আমরা গড়া তা তো তাঁর অজানা নেই;আমরা যে ধূলি ছাড়া আর কিছু নই তা তাঁর মনে আছে।

15 ঘাসের আয়ুর মতই মানুষের আয়ু,মাঠের ফুলের মতই সে ফুটে ওঠে।

16 ফুলের উপর দিয়ে বাতাস বয়ে গেলে ফুল আর থাকে না;যে জায়গায় সেই ফুল ফুটেছিলসেই জায়গায়ও আর তাকে মনে রাখে না।

17-18 কিন্তু যারা মাবুদের ভক্ত,যারা তাঁর ব্যবস্থা মেনে চলেআর তাঁর নিয়ম মত চলার দিকে নজর রাখে,তাদের উপর তাঁর অটল মহব্বত ও তাঁর বিশ্বস্ততাচিরকাল থাকবে, বংশের পর বংশ ধরে থাকবে।

19 মাবুদ বেহেশতে তাঁর সিংহাসন স্থাপন করেছেন;সব কিছুর উপরেই তাঁর রাজত্ব।

20 হে মাবুদের শক্তিশালী ফেরেশতারা, যারা তাঁর কথার বাধ্য থেকেতাঁর হুকুম পালন করছ,তোমরা তাঁর প্রশংসা কর।

21 হে মাবুদের খেদমতকারী শক্তিদলগুলোযারা তাঁর ইচ্ছা পালন করছ,তোমরা তাঁর প্রশংসা কর।