1 হে আল্লাহ্, সিয়োনে নীরবে তোমার প্রশংসা করা হয়;আমাদের সব মানত তোমার উদ্দেশে পূরণ করা হবে।
2 হে মুনাজাত কবুলকারী, তোমার কাছেই সব মানুষ আসে।
3 আমার অন্যায় কাজে আমি তলিয়ে আছি,কিন্তু তুমিই আমাদের সব গুনাহ্ মাফ করে থাক।
4 ধন্য সেই লোক, যাকে তুমি বেছে নাওআর নিয়ে আস নিজের কাছে,যেন সে তোমারই উঠানে বাস করতে পারে।তোমার ঘরের, তোমার পবিত্র বাসস্থানের দোয়ায় আমরা তৃপ্ত হব।
5 হে আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্,তোমার ন্যায্যতায় ভয় জাগানো কাজ দিয়েতুমি আমাদের ডাকে সাড়া দেবে।দুনিয়ার সব মানুষ, এমন কি, সবচেয়ে দূরের জায়গারআর দূরের সমুদ্র পারের মানুষও তোমার উপর ভরসা করে।
6 তোমার শক্তিতেই সব পাহাড়-পর্বত দাঁড়িয়ে আছে;এতে প্রকাশ পায় তুমি শক্তিশালী।
7 তুমিই সমুদ্রের গর্জন নীরব করে দাও,নীরব করে দাও তার ঢেউয়ের গর্জন আর জাতিদের গোলমাল।
8 সব লোক, এমন কি, অনেক দূরের লোকেরাওতোমার কুদরতি ও চিহ্ন-কাজ দেখে ভয় পায়;সূর্য ওঠার দিক থেকে সূর্য ডোবার দিক পর্যন্ততুমিই আনন্দ-গানে সব জায়গা পূর্ণ করে থাক।
9 তুমিই দুনিয়ার মাটির উপর নজর রাখআর তাতে পানি দিয়ে থাক;তুমিই তার উর্বরতা অনেক বাড়িয়ে দাও;তোমার কাছ থেকে বৃষ্টির ধারা নেমে আসে;তুমি মানুষকে ফসল দিয়ে থাক।এইভাবে তুমি মাটি তৈরী করে থাক-
10 চাষ-করা জমির খাঁজগুলো তুমি পানি ভরে দাওআর তার দু’ধার সমান কর;ভারী বৃষ্টি দিয়ে মাটি নরম করআর তাতে নতুন গজানো চারাকে দোয়া কর।
11 তুমি বছরকে অনেক দোয়া দিয়ে উন্নতি করেছ;তোমার চলার পথে প্রচুর দোয়া ঝরে পড়ে।
12 তা ঝরে পড়ে পশু চরাবার মাঠে মাঠে;পাহাড়গুলোর গায়ে যেন আনন্দের পোশাক রয়েছে।