1 হে মাবুদ, আমার অন্তর গর্বিত নয়,আমার চোখে অহংকারের ভাব নেই;যে সমস্ত বড় ও কঠিন কাজ করা আমার পক্ষে অসম্ভবতা নিয়ে আমি মাথা ঘামাই না।
2 আমি আমার অন্তরকে শান্ত ও নীরব করে রেখেছি;দুধ ছাড়ানো শিশু যেমন মায়ের কাছে শান্ত হয়ে থাকে,তেমনিভাবে আমার মধ্যে আমার অন্তরও শান্ত হয়ে রয়েছে।