জবুর 79 MBCL

হযরত আসফের একটা কাওয়ালী।

1 হে আল্লাহ্‌, অন্য জাতিরা তোমার সম্পত্তি আক্রমণ করেছে,তারা সেখানে ঢুকে পড়েছে;তোমার পবিত্র ঘরটা তারা নাপাক করেছে;জেরুজালেমকে তারা ধ্বংসের স্তূপ করেছে।

2 তোমার গোলামদের লাশগুলোতারা আকাশের পাখীদের খেতে দিয়েছে;তোমার ভক্তদের লাশের গোশ্‌ত দুনিয়ার পশুদের দিয়েছে।

3 জেরুজালেমের চারদিকে তারা পানির মত করেতাদের রক্ত ঢেলে দিয়েছে;তাদের দাফন করবার কেউ নেই।

4 প্রতিবেশী জাতিদের কাছে আমরা নিন্দার পাত্র হয়েছি,আমাদের চারপাশের লোকদের কাছেহাসি-তামাশার খোরাক হয়েছি।

5 হে মাবুদ, আর কতকাল?তুমি কি চিরকালই রেগে থাকবে?আর কতদিন তোমার পাওনা এবাদত না পাওয়ার জ্বালাআগুনের মত জ্বলতে থাকবে?

6 যারা তোমাকে মেনে নেয় না সেই সব জাতির উপরতোমার গজব নাজেল কর,নাজেল কর সেই সব রাজ্যগুলোর উপরযারা তোমার এবাদত করে না;

7 কারণ তারাই ইয়াকুবের বংশকে যেন শেষ করে ফেলেছে,তার বাসস্থান ধ্বংস করেছে।

8 পূর্বপুরুষদের অন্যায় তুমি আমাদের বিরুদ্ধে ধোরো না;তুমি শীঘ্র তোমার মমতা আমাদের দেখাও,কারণ আমরা সব দিক থেকে কাতর হয়ে পড়েছি।

9 হে আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্‌,তোমার গৌরবের জন্য তুমি আমাদের সাহায্য কর;তোমার সুনাম রক্ষার জন্য আমাদের উদ্ধার করআর আমাদের গুনাহ্‌ মাফ কর।

10 অন্য জাতিরা কেন বলবে, “কোথায় গেল ওদের আল্লাহ্‌?”তুমি আমাদের সামনেই তাদের জানিয়ে দাও যে,তোমার গোলামদের রক্তপাতের শোধ তুমি নেবেই।

11 বন্দীদের কাত্‌রানি তোমার কানে পৌঁছাক;যাদের উপর মৃত্যুর রায় দেওয়া হয়েছেতোমার মহাশক্তিতে তুমি তাদের বাঁচাও।

12 হে মালিক, আমাদের প্রতিবেশী জাতিরাযেভাবে তোমাকে গাল-মন্দ করেছে,তার সাতগুণ শাস্তি তুমি তাদের ফিরিয়ে দাও।