1 হে আল্লাহ্, আমার শত্রুদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর;আমার বিপক্ষদের কাছ থেকে তুমি আমাকে উঁচুতেতাদের নাগালের বাইরে তুলে রাখ।
2 যারা খারাপ কাজ করে বেড়ায়তাদের হাত থেকে আমাকে উদ্ধার কর;খুনীদের হাত থেকে আমাকে বাঁচাও।
3 তারা আমার জন্য ওৎ পেতে আছে,ভয়ংকর লোকেরা আমার উপর হামলা শুরু করেছে;হে মাবুদ, তা আমার কোন অন্যায় বা গুনাহের জন্য নয়।
4 আমি কোন দোষ করি নি,তবুও তারা ছুটে এসে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে।আমার সাহায্যের জন্য তুমি উঠে এস, আমার বিপদ দেখ।
5 হে মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন, ইসরাইলের আল্লাহ্,তুমি সমস্ত জাতিকে শাস্তি দেবার জন্য ওঠো;দুষ্ট বেঈমানদের প্রতি তুমি কোন দয়া দেখিয়ো না। [সেলা]
6 তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে, কুকুরের মত চিৎকার করে,আর শহরের সব জায়গায় ঘুর ঘুর করে বেড়ায়।
7 দেখ, তারা মুখ দিয়ে কি সব কথা বের করছে,তাদের ঠোঁট থেকে যেন তলোয়ার বের হচ্ছে;তারা বলছে, “আমাদের কথা কেউ শুনতে পাবে না।”
8 কিন্তু হে মাবুদ, তাদের দেখে তুমি হাসছআর সেই সব জাতিকে বিদ্রূপ করছ।
9 তারা শক্তিশালী বলে আমি তোমার অপেক্ষায় থাকব,কারণ হে আল্লাহ্, তুমিই আমার কেল্লা।
10 আল্লাহ্ তাঁর অটল মহব্বতের জন্য আমার কাছে আসবেন,আমার শত্রুদের পরাজয় আমাকে দেখতে দেবেন।
11 হে মালিক, আমাদের ঢাল, আমার শত্রুদের তুমি মেরে ফেলো না,তাহলে আমার লোকদের এ সব মনে থাকবে না।তুমি বরং তোমার শক্তিতে তাদের এমন করযাতে তারা এখান্তেসেখানে ঘুরে বেড়ায়;তুমি তাদের পরাজিত কর।
12 তাদের মুখের গুনাহে আর ঠোঁটের কথায়যে বদদোয়া ও মিথ্যা রয়েছে,তার দরুন তাদের অহংকারে তারা ধরা পড়ুক।
13 তুমি রাগে তাদের ধ্বংস কর,ধ্বংস কর যাতে তারা আর না থাকে;এতে দুনিয়ার শেষ সীমা পর্যন্ত সবাই জানবে,আল্লাহ্ ইয়াকুবের বংশের উপরে রাজত্ব করেন। [সেলা]
14 তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে, কুকুরের মত চিৎকার করে,আর শহরের সব জায়গায় ঘুর ঘুর করে বেড়ায়।
15 তারা খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়ায়;পেট না ভরলে তারা সারা রাতই জেগে কাটায়।
16 কিন্তু আমি তোমার শক্তির বিষয়ে কাওয়ালী গাইব,আর সকালে আনন্দে তোমার অটল মহব্বতের কাওয়ালী গাইব;কারণ তুমিই আমার কেল্লা, বিপদ কালের আশ্রয়-স্থান।