1 মাবুদই আমার নূর ও আমার উদ্ধারকর্তা,আমি কাকে ভয় করব?মাবুদই আমার জীবনের কেল্লা,আমি কাকে দেখে ভয়ে কাঁপব?
2 দুষ্ট লোকেরা আমাকে গিলে খাবার জন্য যখন এগিয়ে আসেতখন আমার সেই শত্রু ও বিপক্ষেরা উচোট খেয়ে পড়ে যায়।
3 সৈন্যের দলও যদি আমাকে ঘিরে ধরে,তবুও আমার মনে ভয় হবে না;যদি আমার বিরুদ্ধে যুদ্ধও শুরু হয়তবুও তখন আমি নিশ্চিন্ত থাকব।
4 মাবুদের কাছে আমি একটা অনুরোধ জানাচ্ছি;আমি যা চাইছি তা এই-আমার সারা জীবন আমি যেনমাবুদের ঘরে বাস করতে পারি,যাতে আমি তাঁর সৌন্দর্য দেখতে পারিআর সেই বাসস্থানে তাঁর বিষয় নিয়ে ধ্যান করতে পারি;
5 কারণ বিপদের দিনে তাঁর সেই আশ্রয়েতিনি আমাকে নিরাপদে রাখবেন,তাঁর সেই তাম্বুতে আমাকে লুকিয়ে রাখবেন,আর পাহাড়ের উপরে আমাকে তুলে রাখবেন।
6 যে সব শত্রুরা আমাকে ঘিরে ধরেছেতাদের চেয়ে তখন আমার সম্মান বাড়বে;আমি তাঁর ঘরে আনন্দে চিৎকার করতে করতেবিভিন্ন কোরবানী দেব;আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইবআর তাঁর প্রশংসা-কাওয়ালী গাইব।
7 হে মাবুদ, আমি ডাকলে তুমি শুনো,আমার প্রতি রহমত কোরো,আমার ডাকে সাড়া দিয়ো।
8 আমার অন্তর তোমার এই কথাই বলছে,“তোমরা আমাকে ডাক।”হে মাবুদ, তাই আমি তোমাকে ডাকব।
9 তোমার মুখ তুমি আমার কাছ থেকে ফিরিয়ে রেখো না,রাগ করে তোমার গোলামকে তুমি ফিরিয়ে দিয়ো না;তুমিই তো আমার সাহায্যকারী হয়ে আসছ।হে আল্লাহ্, আমার উদ্ধারকর্তা, আমাকে ছেড়ে যেয়ো না,আমাকে ত্যাগ কোরো না।
10 আমার মা-বাবা আমাকে ত্যাগ করলেওমাবুদ আমার ভার নেবেন।
11 হে মাবুদ, তোমার পথ আমাকে দেখিয়ে দাও;আমার শত্রুদের দরুন সমান পথে আমাকে চালিয়ে নিয়ে যাও।
12 আমার শত্রুদের ইচ্ছার কাছে আমাকে ছেড়ে দিয়ো না,কারণ মিথ্যা সাক্ষীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে;তাদের নিঃশ্বাসের সংগে বের হচ্ছে জুলুম।
13 মাবুদের দেওয়া মেহেরবানী আমি জীবিতদের মধ্যেই দেখতে পাব-এ কথা যদি আমি বিশ্বাস না করতাম তবে আমার কি হত?