1 হে মাবুদ, ভীষণ কষ্টে তলিয়ে গিয়ে আমি তোমাকে ডাকছি;
2 হে মালিক, তুমি আমার ডাক শোন;আমার এই ফরিয়াদে তুমি কান দাও।
3 হে মাবুদ, তুমি যদি অন্যায়ের হিসাব রাখ,তবে হে মালিক, কে দাঁড়িয়ে থাকতে পারবে?
4 কিন্তু তোমার কাছে মাফ আছে,যেন লোকে তোমাকে ভয় করে।
5 আমি মাবুদের অপেক্ষায় আছি,আমার অন্তর তাঁর অপেক্ষায় আছে।আমি তাঁর কালামে আশা রেখেছি।
6 পাহারাদারেরা যেমন ভোর হওয়ার অপেক্ষা করে,হ্যাঁ, তারা যেমন ভোর হওয়ার অপেক্ষায় থাকে,আল্লাহ্ মালিকের জন্য আমার অন্তর তার চেয়েও বেশীঅপেক্ষা করে আছে।
7 হে ইসরাইল, মাবুদের উপর আশা রাখ,কারণ মাবুদের কাছে অটল মহব্বত আছে,আর তাঁর মুক্ত করার প্রচুর ক্ষমতাও আছে।