জবুর 81 MBCL

কাওয়ালী পরিচালকের জন্য। গিত্তীৎ। হযরত আসফের কাওয়ালী।

1 আল্লাহ্‌, যিনি আমাদের শক্তি,তোমরা তাঁর উদ্দেশে আনন্দের ধ্বনি কর;ইয়াকুবের আল্লাহ্‌র উদ্দেশে জয়ের ধ্বনি কর।

2 কাওয়ালী শুরু কর, খঞ্জনি বাজাও;বাজাও মধুর বীণা আর সুরবাহার।

3 আমাদের ঈদের দিন অমাবস্যায় আর পূর্ণিমায় শিংগা বাজাও;

4 ওটাই ইসরাইলের নিয়ম, ইয়াকুবের আল্লাহ্‌র আইন।

5 যখন তিনি শাস্তি দেবার জন্য মিসর দেশের বিরুদ্ধে বের হলেনতখন ইউসুফ-বংশের জন্য তিনি এই ঈদসাক্ষ্য হিসাবে স্থাপন করলেন।আমি এমন একটা বাণী শুনলাম যা আগে বুঝি নি।

6 মাবুদ বললেন, “আমি তার কাঁধ থেকে বোঝা সরিয়ে দিলাম;ঝুড়ি বওয়া থেকে সে রেহাই পেল।

7 বিপদে পড়ে তুমি আমাকে ডাকলেআর আমি তোমাকে উদ্ধার করলাম;বাজ পড়ার শব্দের আড়াল থেকে আমি তোমাকে জবাব দিলাম;মরীবার পানির কাছে আমি তোমাকে পরীক্ষায় ফেললাম। [সেলা]

8 হে আমার বান্দারা, তোমরা আমার সাবধান বাণী শোন;হে বনি-ইসরাইলরা, আমার একান্ত ইচ্ছা যে, তোমরা আমার কথায় কান দাও।

9 কোন দেব-দেবী তোমাদের না থাকুক;অন্য কোন জাতির দেবতারওযেন তোমরা পূজা না কর।

10 আমিই আল্লাহ্‌, তোমাদের মাবুদ;আমিই মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি।তোমরা বড় করে মুখ খোল, আমি তা ভরে দেব।

11 কিন্তু আমার বান্দারা আমার কথায় কান দিল না;ইসরাইল আমার বাধ্য হতে রাজী হল না।

12 সেইজন্য আমি তাদের একগুঁয়ে দিলের হাতেই ফেলে রাখলাম,যাতে তারা নিজেদের ইচ্ছামত চলে।

13 হায়, যদি আমার বান্দারা কেবল আমার বাধ্য থাকত,যদি ইসরাইল আমার পথে চলত,

14 তবে শীঘ্রই আমি তাদের শত্রুদের দমন করতাম,তাদের শত্রুদের বিরুদ্ধে আমার হাত তুলতাম।

15 “শত্রুরা আমার সামনে নত হতে বাধ্য হবে,তাদের শাস্তি হবে চিরকাল স্থায়ী।