1 হে মাবুদ, অন্যায়ের শাস্তি দেবার অধিকারী আল্লাহ্,হে অন্যায়ের শাস্তি দেবার অধিকারী আল্লাহ্,তোমার নূর প্রকাশিত হোক।
2 হে দুনিয়ার বিচারকর্তা, তুমি ওঠো;অহংকারীদের যা পাওনা তা তুমি তাদের দাও।
3 আর কতকাল, হে মাবুদ,আর কতকাল দুষ্ট লোকেরাআনন্দে মেতে থাকার সুযোগ পাবে?
4 তাদের মুখ থেকে কেবল দেমাক-ভরা কথার স্রোতবের হয়ে আসে;সেই অন্যায়কারীর দল বড়াই করে বেড়ায়।
5 হে মাবুদ, তারা তোমার বান্দাদের দলে-পিষে মারছে;যারা তোমার নিজের সম্পত্তি তাদের উপর তারা জুলুম করছে।
6 বিধবা আর বিদেশীদের তারা হত্যা করছেআর এতিমদের খুন করছে।
7 তারা বলছে, “এদিকে মাবুদের চোখ নেই;ইয়াকুবের আল্লাহ্ খেয়াল করেন না।”
8 অসাড় দিলের লোকেরা, তোমরা কান দাও;ওহে বিবেচনাহীন লোকেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে?
9 যিনি কান সৃষ্টি করেছেন তিনি কি শুনতে পান না?যিনি চোখ গড়েছেন তাঁর কি দেখার শক্তি নেই?
10 যিনি সব জাতিকে শাসন করেন ও মানুষকে শিক্ষা দেনতিনি কি শাস্তি না দিয়ে থাকবেন?
11 মাবুদ মানুষের সব চিন্তা জানেন;তিনি জানেন যে, সে সবই নিষ্ফল।
12 হে মাবুদ, ধন্য সেই লোক যাকে তুমি শাসনে রাখআর তোমার শরীয়ত শিক্ষা দাও,
13 যাতে বিপদের দিনে সে সাহস পায়,যে পর্যন্ত না দুষ্ট লোকদের জন্য গর্ত তৈরী শেষ হয়।
14 মাবুদ কখনও তাঁর বান্দাদের ত্যাগ করবেন না;যারা তাঁর নিজের সম্পত্তি তাদের তিনি ফেলে দেবেন না।
15 বিচারের রায় আবার ন্যায়পূর্ণ হয়ে উঠবে;যাদের অন্তর খাঁটি তারা সবাই তা মেনে চলবে।
16 কে আমার পক্ষ হয়ে দুষ্টদের বিরুদ্ধে দাঁড়াবে?আমার পক্ষ হয়ে অন্যায়কারীদের বিরুদ্ধে কে দাঁড়াবে?
17 যদি মাবুদ আমাকে সাহায্য না করতেন,তবে মৃত্যুর নীরবতায় চলে যেতে আমার দেরি হত না।
18 যখনই আমি ভাবি আমার পা পিছ্লে যাচ্ছে,তখনই হে মাবুদ, তোমার অটল মহব্বতআমাকে ধরে রাখে।
19 আমার মনে যখন দুশ্চিন্তা বেড়ে যায়,তখন তোমার দেওয়া সান্ত্বনাআমার অন্তরকে আনন্দিত করে।
20 খারাপ শাসনকর্তারা খারাপ কাজের জন্য আইন তৈরী করে;তোমার সংগে তাদের কি কোন সম্বন্ধ থাকতে পারে?
21 তারা সৎ লোকের বিরুদ্ধে দল পাকায়আর নির্দোষীকে মৃত্যুর শাস্তি দেবার জন্য দোষী বানায়।
22 কিন্তু মাবুদই আমার কেল্লা;আমার আল্লাহ্ আমার আশ্রয়-পাহাড়।