জবুর 135 MBCL

1-2 আলহামদুলিল্লাহ্‌!তোমরা মাবুদের প্রশংসা কর;হে মাবুদের খেদমতকারীরা,যারা মাবুদের ঘরে এবাদত-কাজ করে থাক,যারা আমাদের আল্লাহ্‌র ঘরের উঠানে এবাদত-কাজ করে থাক,তোমরা মাবুদের প্রশংসা কর।

3 মাবুদের প্রশংসা কর, কারণ তিনি মেহেরবান;তাঁর প্রশংসা-কাওয়ালী গাও, কারণ তা করা খুব ভাল।

4 মাবুদ ইয়াকুবকে তাঁর নিজের জন্য,ইসরাইলকে তাঁর নিজের সম্পত্তি হবার জন্য বেছে নিয়েছেন।

5 আমি জানি মাবুদ মহান;আমাদের মালিক সব দেব-দেবীর চেয়েও মহান।

6 আসমানে, দুনিয়াতে, সাগরে ও দুনিয়ার গভীর স্থানেমাবুদ তাঁর ইচ্ছামত কাজ করেন।

7 তিনিই দুনিয়ার শেষ সীমা থেকে মেঘ উঠিয়ে আনেন;তিনিই বৃষ্টির জন্য বিদ্যুৎ তৈরী করেন,আর তাঁর ভাণ্ডার থেকে বাতাস বের করে আনেন।

8 মিসরের প্রথম সন্তানগুলোকে তিনিই আঘাত করেছিলেন,আঘাত করেছিলেন মানুষ ও পশুর প্রথম সন্তানদের।

9 হে মিসর, তিনি তোমার মধ্যেফেরাউন ও তাঁর সব কর্মচারীদের বিরুদ্ধেতাঁর অলৌকিক চিহ্ন ও কুদরতি দেখিয়েছিলেন।

10 তিনি অনেক জাতিকে আঘাত করেছিলেনআর শক্তিশালী বাদশাহ্‌দের মেরে ফেলেছিলেন।

11 তিনি আমোরীয়দের বাদশাহ্‌ সীহোনকে, বাশনের বাদশাহ্‌ উজকে,আর কেনানের সব বাদশাহ্‌দের মেরে ফেলেছিলেন।

12 তিনি তাদের দেশ তাঁর বান্দা বনি-ইসরাইলদেরঅধিকার হিসাবে দান করলেন।

13 হে মাবুদ, তোমার সুনাম চিরকাল স্থায়ী।হে মাবুদ, বংশের পর বংশ ধরে তোমার নাম স্মরণে থাকবে;

14 কারণ মাবুদ তাঁর বান্দাদের প্রতি ন্যায়বিচার করবেন,আর তাঁর গোলামদের প্রতি মমতা করবেন।

15 অন্যান্য জাতিদের মূর্তিগুলো সোনা আর রূপা দিয়ে তৈরী;সেগুলো মানুষের হাতে গড়া।

16 তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না,চোখ আছে, দেখতে পায় না;

17 তাদের কান আছে কিন্তু শুনতে পায় না,তাদের মুখের মধ্যে শ্বাস বলতে কিছু নেই।

18 যারা এগুলোকে তৈরী করেআর তাদের উপর বিশ্বাস ও ভরসা করেতারাও ঐ সব মূর্তির মত হবে।

19 হে ইসরাইলের বংশ, মাবুদের প্রশংসা কর;হে হারুনের বংশ, মাবুদের প্রশংসা কর;

20 হে লেবির বংশ, মাবুদের প্রশংসা কর;হে মাবুদের ভক্ত লোকেরা, তোমরা তাঁর প্রশংসা কর।