জবুর 40 MBCL

কাওয়ালী পরিচালকের জন্য। হযরত দাউদের কাওয়ালী।

1 আমি ধৈর্য ধরে মাবুদের জন্য অপেক্ষা করছিলাম।তিনি আমার কথায় কান দিলেন, আমার ফরিয়াদ শুনলেন।

2 তিনি আমাকে তুলে আনলেনকাত্‌রানিতে ভরা গর্ত থেকে,সেই পাঁকে ভরা গর্ত থেকে।তিনি আমাকে পাথরের উপরে দাঁড় করালেনআর শক্ত মাটির উপর হাঁটতে দিলেন।

3 তিনি আমার মুখে দিলেন নতুন কাওয়ালী,আমাদের আল্লাহ্‌র প্রশংসা-কাওয়ালী।অনেকের চোখেই তা পড়বেআর তাদের মনে ভয় জাগবে;তারা মাবুদের উপর ভরসা করবে।

4 ধন্য সেই লোক,যে মাবুদের উপর ভরসা করে,যে তাদের দিকে ফেরে নাযারা অহংকারী আর মিথ্যার মধ্যে থাকে।

5 হে আমার মাবুদ আল্লাহ্‌,অসংখ্য তোমার অলৌকিক চিহ্ন!কেমন পরিকল্পনা করেছ আমাদের জন্য!আমি তা ঘোষণা করতে গেলে, বলতে গেলে,কখনও শেষ হবে না।কে আছে তোমার মত?

6 পশু ও অন্যান্য কোরবানী তুমি চাও না,পোড়ানো ও গুনাহের কোরবানীও তোমার দরকার নেই;কিন্তু তোমার কথা শোনার কান তুমি আমাকে দিয়েছ।

7 সেজন্য আমি বলেছিলাম, “এই যে আমি এসেছি;কিতাবে আমার আসার বিষয় লেখা আছে।

8 হে আমার আল্লাহ্‌, তোমার ইচ্ছামত চলাই আমার আনন্দ;তোমার সব নির্দেশ আমার অন্তরে আছে।”

9 হে মাবুদ, বিরাট মাহ্‌ফিলের মধ্যেতোমার ন্যায় কাজের বিষয় আমি প্রচার করি;তুমি তো জান, আমি মুখ বন্ধ করে থাকি না।

10 তোমার ন্যায় কাজের কথাআমার অন্তরে আমি লুকিয়ে রাখি না;আমি তোমার বিশ্বস্ততা ও উদ্ধার-কাজের কথা বলে থাকি;তোমার অটল মহব্বত ও তোমার বিশ্বস্ততার কথাবিরাট মাহ্‌ফিলের কাছে আমি গোপন করি না।

11 হে মাবুদ, আমার প্রতি তোমার মমতা দেখাতেতুমি অস্বীকার কোরো না;তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততাযেন সব সময় আমাকে রক্ষা করে;

12 কারণ অসংখ্য বিপদ আমাকে ঘিরে ধরেছে;গুনাহ্‌ আমার পিছনে তাড়া করেআমার উপরে এসে পড়েছে।আমি দেখতে পাচ্ছি না;সংখ্যায় সেগুলো আমার মাথার চুলের চেয়েও বেশী;সাহস বলতে আমার আর কিছু নেই।

13 হে মাবুদ, দয়া করে আমাকে বাঁচাও;হে মাবুদ, আমাকে সাহায্য করতে শীঘ্র এস।

14 যারা আমাকে হত্যা করবার চেষ্টায় আছেতারা সবাই লজ্জিত ও অপমানিত হোক;যারা আমার সর্বনাশ দেখতে চায়তারা মাথা নীচু করে ফিরে যাক।

15 যারা আমাকে দেখে বলে, “ভাল হয়েছে!”তারা লজ্জা পেয়ে ফিরে যাক।

16 কিন্তু যারা তোমার ইচ্ছামত চলেতারা তোমাকে নিয়েই আনন্দিত ও খুশী হোক;যারা তোমার করা উদ্ধারের কাজ ভালবাসেতারা সব সময়েই বলুক, “আলহামদুলিল্লাহ্‌!”