1 হে মাবুদ, তোমার শক্তি দেখে বাদশাহ্ আনন্দিত হন;তুমি তাঁকে জয় দান করলে তিনি কত খুশী হন।
2 তুমি তাঁর মনের ইচ্ছা পূরণ করেছ,তাঁর মুখের কথা অগ্রাহ্য কর নি। [সেলা]
3 উন্নতির অনেক দোয়া নিয়েতুমি তাঁকে এগিয়ে আনতে গেছ,তাঁর মাথায় দিয়েছ খাঁটি সোনার তাজ।
4 তিনি তোমার কাছে জীবন চেয়েছিলেন,আর তুমি তাঁকে তা দিয়েছ;তুমি তাঁকে দিয়েছ অশেষ আয়ু।
5 তোমার দেওয়া জয় তাঁর সম্মান বাড়িয়েছে;তুমি তাঁকে দিয়েছ গৌরব ও মহিমা।
6 তুমি তাঁকে চিরস্থায়ী দোয়া করেছ;তোমার উপস্থিতির আনন্দে তাঁকে আনন্দিত করেছ।
7 মাবুদের উপরেই বাদশাহ্ ভরসা করেন;আল্লাহ্তা’লার অটল মহব্বত তাঁকে স্থির রাখবে।
8 তোমার হাতই তোমার সব শত্রুদের ধরবে;যারা তোমাকে ঘৃণা করে তোমার ডান হাত তাদের ধরবে।
9 তোমার প্রকাশকালে তুমি তাদের করে তুলবেচুলার জ্বলন্ত কয়লার মত।মাবুদ রাগে তাদের গিলে ফেলবেন,তাঁর আগুন তাদের পুড়িয়ে ফেলবে।
10 দুনিয়ার বুক থেকে তাদের বংশধরদেরতুমি ধ্বংস করে ফেলবে;ধ্বংস করে দেবে তাদের বংশ মানুষের মধ্য থেকে।
11 যদিও তারা তোমার বিরুদ্ধেদুষ্ট ষড়যন্ত্র আর কুমতলব করেছে,তবুও তারা তাতে সফল হতে পারবে না;
12 কারণ তুমি তাদের মুখ লক্ষ্য করেযখন তোমার ধনুকে টান দেবে,তখন তাদের পালিয়ে যেতে তুমি বাধ্য করবে।