জবুর 92 MBCL

একটা কাওয়ালী। বিশ্রাম দিনের জন্য একটা গজল।

1-3 হে মাবুদ আল্লাহ্‌তা’লা,দশতারা ও সুরবাহার বাজিয়ে আর বীণায় ঝংকার তুলেতোমাকে শুকরিয়া জানানো,তোমার প্রশংসা-কাওয়ালী গাওয়া,সকালে তোমার অটল মহব্বতের কথাআর রাতে তোমার বিশ্বস্ততার কথা প্রচার করাকত না আনন্দের ব্যাপার!

4 হে মাবুদ, তোমার কাজ আমাকে আনন্দিত করেছে;তোমার সব কাজের জন্য আমি আনন্দে কাওয়ালী গাইব।

5 হে মাবুদ, তোমার সব কাজ কেমন মহৎআর তোমার চিন্তা কত গভীর!

6 যার অন্তর অসাড় সে তা জানে না;যার মধ্যে বিবেচনা নেই সে তা বুঝতে পারে না।

7 দুষ্ট লোকেরা যদিও ঘাসের মত বেড়ে ওঠেআর অন্যায়কারীরা ফেঁপে ওঠে তাড়াতাড়ি,তবুও তারা চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।

8 কিন্তু হে মাবুদ, তুমি চিরকাল সবার উপরে থাকবে।

9 হে মাবুদ, তোমার শত্রুরা ধ্বংস হয়ে যাবে,হ্যাঁ, তারাই ধ্বংস হয়ে যাবে;অন্যায়কারীরা সবাই ছড়িয়ে পড়বে।

10 বুনো ষাঁড়ের উঁচু শিংয়ের মততুমি আমার মাথা উঁচুতে তুলে ধরেছ;আনন্দে আমার উপর নতুন তেল ঢেলে দেওয়া হয়েছে।

11 আমার শত্রুদের পরাজয় আমি নিজের চোখেই দেখেছি;যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই দুষ্ট লোকদের কান্নাআমি নিজের কানে শুনেছি।

12 আল্লাহ্‌ভক্ত লোক খেজুর গাছের মত ফুলে-ফলে ভরে উঠবে;সে লেবাননের এরস গাছের মত বেড়ে উঠবে।

13 আমাদের মাবুদ আল্লাহ্‌র বাড়ীতে যাদের লাগানো হয়েছেতারা তাঁরই উঠানে বেড়ে উঠবে।

14 শেষ বয়সেও তারা ফল দেবে;তারা সরস ও তাজা হবে।