জবুর 45 MBCL

কাওয়ালী পরিচালকের জন্য। সুর- “শাপলা।” কারুনের বংশের মস্কীল-কাওয়ালী। প্রেমের গান।

1 আমার অন্তর সুন্দর ভাবধারায় ভরে উঠছে;বাদশাহ্‌র উদ্দেশে আমার কবিতা বেরিয়ে আসছে;আমার জিভ্‌ পাকা লেখকের লেখনী হয়ে উঠছে।

2 মানুষের মধ্যে তুমি পরম সুন্দর;তোমার দু’টি ঠোঁট কথার মধুতে ভেজা;আল্লাহ্‌র চিরকালের দোয়া তোমার উপর ঝরে পড়ছে।

3 হে বীর, তোমার কোমরে তলোয়ার বেঁধে নাও;গৌরব ও মহিমার সাজে তুমি সেজে নাও।

4 সত্য, নম্রতা আর ন্যায়ের পক্ষেতুমি নিজের মহিমায় বিজয়ীর মত যাত্রা কর;তোমার ডান হাত ভয়-জাগানো মহান কাজ করুক।

5 বাদশাহ্‌র শত্রুদের বুকে তোমার ধারালো তীর বিঁধে যায়;তোমার শত্রুজাতি তোমার পায়ের তলায় পড়ে।

6 হে আল্লাহ্‌, তোমার সিংহাসন চিরস্থায়ী;তোমার শাসন ন্যায়ের শাসন।

7 তুমি ন্যায় ভালবাস আর অন্যায়কে ঘৃণা কর;সেজন্য আল্লাহ্‌, তোমার আল্লাহ্‌, তোমার সংগীদের চেয়েঅনেক বেশী আনন্দ তেলের মত করে তোমার উপর ঢেলে দিয়েছেন।

8 গন্ধরস, অগুরু আর দারচিনির গন্ধেতোমার রাজপোশাক খোশবুযুক্ত হয়েছে;হাতীর দাঁত বসানো রাজবাড়ীতে তারযন্ত্রের যে বাজনা বাজেতা তোমাকে আনন্দ দেয়।

9 তোমার সম্মানিত মহিলাদের মধ্যে রাজকন্যারা আছেন,আর রাজ-কনে ওফীর দেশের সোনা দিয়ে সেজেতোমার ডান দিকে রয়েছেন।

10 হে কন্যা, শোন, মন দাও, কান খাড়া কর।তোমার লোকদের তুমি ভুলে যাও,ভুলে যাও তোমার পিতার বাড়ীর কথা।

11 তাহলে বাদশাহ্‌ তোমার সৌন্দর্যে ধরা দেবেন;তিনিই তোমার প্রভু, তাঁকে পায়ে ধরে সালাম কর।

12 টায়ার শহরের লোকেরা উপহার নিয়ে আসবে;খুব ধনী লোকেরা তোমার রহমত চাইবে।

13 রাজবাড়ীতে রাজ-কনেকে চমৎকার দেখাবে;তাঁর পোশাকে সোনার সুতা বোনা রয়েছে।

14 নক্‌শা তোলা পোশাকে তাঁকে বাদশাহ্‌র কাছে নিয়ে যাওয়া হবে;তাঁর পিছে থাকা অবিবাহিতা সংগিনীদেরওতোমার কাছে নিয়ে যাওয়া হবে।

15 আনন্দ ও উৎসব করতে করতে তাঁদের নিয়ে যাওয়া হবে;তাঁরা রাজবাড়ীতে গিয়ে ঢুকবেন।

16 তোমার পূর্বপুরুষদের জায়গা তোমার ছেলেরা নেবে;মানুষের মধ্যে তুমি তাদের শাসনকর্তা করবে।