1 হে আল্লাহ্ভক্ত লোকেরা, মাবুদের বিষয় নিয়েতোমরা আনন্দ-কাওয়ালী গাও;তাঁর গুণগান করা খাঁটি লোকদেরই কাজ।
2 বীণা বাজিয়ে মাবুদের শুকরিয়া আদায় কর;তাঁর উদ্দেশে দশ তারের বীণা বাজাও।
3 তাঁর উদ্দেশে নতুন কাওয়ালী গাও,পাকা হাতে বাজনা বাজাও আর আনন্দে চিৎকার কর।
4 মাবুদের কালাম সত্য,তাঁর সব কাজে তিনি বিশ্বস্ত।
5 মাবুদ ন্যায় কাজ ও ন্যায়বিচার ভালবাসেন;সারা দুনিয়া জুড়ে আছে তাঁর অটল মহব্বত।
6 মাবুদের কালামে আসমান তৈরী হয়েছে;তার মধ্যেকার সব কিছু তৈরী হয়েছে তাঁর মুখের শ্বাসে।
7 তিনি সমুদ্রের পানি জড়ো করে ঢিবি করেন,আর বিভিন্ন ভাণ্ডারে সেই গভীর পানি রাখেন।
8 দুনিয়ার সব লোক মাবুদকে ভয় করুক,বিশ্বের সবাই তাঁর ভয়ে কাঁপুক;
9 কারণ তিনি বললেন আর সব কিছুর সৃষ্টি হল;তিনি হুকুম দিলেন আর সব কিছু প্রতিষ্ঠিত হল।
10 সব জাতির পরিকল্পনা মাবুদই অকেজো করেন;তাদের চিন্তাগুলো তিনিই বিফল করেন।
11 কিন্তু মাবুদের পরিকল্পনা চিরকাল টিকে থাকে;তাঁর মন যুগ যুগ ধরেই স্থির থাকে।
12 ধন্য সেই জাতি, যার মাবুদ আল্লাহ্;ধন্য সেই লোকেরা,যাদের তিনি নিজের সম্পত্তি হিসাবে বেছে নিয়েছেন।
13 মাবুদ বেহেশত থেকে নীচে তাকিয়ে দেখেনআর সমস্ত মানুষকে লক্ষ্য করেন।
14 যারা দুনিয়াতে বাস করেতাঁর বাসস্থান থেকে তিনি তাদের খেয়াল করেন।
15 সকলের অন্তর তিনিই গড়েন;তারা যা কিছু করে তা তিনি বুঝতে পারেন।
16 বড় সৈন্যদল থাকলেও কোন বাদশাহ্ তা দিয়ে রক্ষা পেতে পারে না;মহাশক্তি দ্বারাও কোন বীর যোদ্ধা রক্ষা পেতে পারে না।
17 রক্ষা পাবার জন্য ঘোড়ার উপর নির্ভর করা মিথ্যা আশা;মহাশক্তি থাকলেও ঘোড়া রক্ষা করতে পারে না।
18 কিন্তু মাবুদের প্রতি যাদের ভয় আছে,যারা তাঁর অটল মহব্বতের উপর আশা রাখে,তাদের উপর তাঁর নজর রয়েছে;
19 যাতে মৃত্যু থেকে তিনি তাদের রক্ষা করতে পারেনআর দুর্ভিক্ষের সময়ে বাঁচিয়ে রাখতে পারেন।
20 আমরা মাবুদের জন্য অপেক্ষা করছি;তিনিই আমাদের সাহায্যকারী ও আমাদের ঢাল।
21 হ্যাঁ, তাঁকেই ঘিরে রয়েছে আমাদের দিলের আনন্দ,কারণ আমরা তাঁর পবিত্রতার উপর ভরসা করি।