জবুর 56 MBCL

কাওয়ালী পরিচালকের জন্য। সুর- “গানহারা পরদেশী ঘুঘু।” হযরত দাউদের একটা মিক্‌তাম। ফিলিস্তিনীরা যখন তাঁকে গাৎ শহরে ধরেছিল কাওয়ালীটি সেই সময়কার।

1 হে আল্লাহ্‌, আমার প্রতি রহমত কর,কারণ লোকে আমাকে তাড়া করে বেড়াচ্ছে;সব সময় যুদ্ধ করে তারা আমাকে কষ্ট দিচ্ছে।

2 আমার শত্রুরা সব সময় আমাকে তাড়া করে বেড়াচ্ছে;অনেকে অহংকারের বশে আমার সংগে যুদ্ধ করছে।

3 অন্তরে ভয় জাগলে আমি তোমার উপর ভরসা করব।

4 যাঁর কালামের গুণ আমি গাই,সেই আল্লাহ্‌র উপরে, হ্যাঁ, সেই আল্লাহ্‌র উপরেই আমি ভরসা করি;আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে?

5 তারা সব সময় আমার কথার খারাপ অর্থ করেআর আমার ক্ষতি করার মতলবে থাকে।

6 তারা একসংগে জমায়েত হয়, আমার জন্য ওৎ পেতে থাকে;আমাকে হত্যা করবার সুযোগের জন্যতারা আমার চলাফেরা লক্ষ্য করে।

7 অন্যায়ের জন্য কি তারা শাস্তি পাবে না?হে আল্লাহ্‌, তুমি রাগে জাতিদের ধ্বংস কর।

8 আমি যে কতবার পালিয়ে বেড়িয়েছি সেই কথা তো তুমি জান;আমার চোখের পানি দিয়ে তোমার পাত্র তুমি ভরে নাও।এ সবই তো তোমার কিতাবে লেখা আছে।

9 যেদিন আমি তোমাকে ডাকব,সেদিন আমার শত্রুরা পালিয়ে যাবে;আমি জানি আল্লাহ্‌ আমার পক্ষে আছেন।

10 আল্লাহ্‌, যাঁর কালামের গুণ আমি গাই,মাবুদ, যাঁর কালামের আমি গুণগান করি,

11 আমি তাঁর উপরেই ভরসা করি;আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে?

12 হে আল্লাহ্‌, তোমার কাছে যে মানত করেছিআমি তা পূরণ করতে বাধ্য;আমি তোমার কাছে কৃতজ্ঞতা-কোরবানী দেব;