1 হে মাবুদ, আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি।
2 হে আমার আল্লাহ্, তোমার উপরেই আমি ভরসা করি,তুমি আমাকে লজ্জায় পড়তে দিয়ো না;আমার শত্রুরা যেন আমার বিষয় নিয়েআনন্দ করার সুযোগ না পায়।
3 যে তোমার উপর আশা রাখে সে লজ্জায় পড়বে না,কিন্তু যারা অকারণে বেঈমানী করেতারাই লজ্জায় পড়বে।
4 হে মাবুদ, তোমার পথ আমাকে জানাও,আমাকে তোমার পথে চলতে শিখাও।
5 তোমার সত্যে আমাকে পরিচালনা কর আর আমাকে শিক্ষা দাও,কারণ তুমিই আমার উদ্ধারকর্তা আল্লাহ্;সব সময় তোমার উপরেই আমি আশা রাখি।
6 হে মাবুদ, তোমার মমতা ও অটল মহব্বতের কথাতুমি ভুলে যেয়ো না;সে সব তো তোমার চিরকালের কাজ।
7 আমার যৌবনকালের গুনাহ্ ও তোমার বিরুদ্ধে বিদ্রোহের কথাতুমি মনে রেখো না;তোমার অটল মহব্বতের দরুন তুমি আমাকে মনে রেখো,কারণ হে মাবুদ, তুমি মেহেরবান।
8 মাবুদ মেহেরবান ও সৎ,সেজন্যই তাঁর পথের বিষয়তিনি গুনাহ্গারদের শিক্ষা দিয়ে থাকেন।
9 তিনি নম্রদের ন্যায়পথে চালিয়ে নিয়ে যানআর তাঁর পথের বিষয় শিক্ষা দেন।
10 মাবুদের ব্যবস্থা ও শরীয়ত অনুসারে যারা চলে,তাদের কাছে তাঁর সমস্ত পথইঅটল মহব্বত ও বিশ্বস্ততায় পরিপূর্ণ।
11 আমার অন্যায়ের বোঝা খুব বেশী,তাই হে মাবুদ, তোমার সুনাম রক্ষার জন্যইআমার সেই অন্যায় তুমি মাফ কর।
12 কে সেই লোক, যে মাবুদকে ভয় করে?কোন্ পথ তাকে বেছে নিতে হবেতা তিনি তাকে দেখিয়ে দেবেন।
13 সে উন্নতির মধ্যে তার জীবন কাটাবে,আর তার বংশধরেরা দেশের অধিকার পাবে।
14 মাবুদকে যারা ভয় করেতাদের কাছেই তিনি তাঁর গোপন উদ্দেশ্য প্রকাশ করেন,আর তাঁর স্থাপন করা ব্যবস্থা তিনি তাদেরই জানান।
15 আমার চোখ সব সময় মাবুদের দিকে আছে,কারণ শিকারীর জাল থেকে তিনিই আমার পা মুক্ত করবেন।
16 আমার দিকে ফেরো আর আমার প্রতি রহমত কর,কারণ আমি একা আর দুঃখী।
17 আমার দিলের যাতনা বেড়ে গেছে;আমার সব কষ্ট থেকে আমাকে রক্ষা কর।
18 চেয়ে দেখ আমার দুঃখ ও কষ্টের দিকে;আমার সমস্ত গুনাহ্ তুমি মাফ কর।
19 দেখ, আমার শত্রুর সংখ্যা কত;তারা আমাকে কি ভীষণ ঘৃণা করে।
20 আমার প্রাণ বাঁচাও ও আমাকে রক্ষা কর;আমাকে লজ্জায় পড়তে দিয়ো না,কারণ আমি তোমার মধ্যেই আশ্রয় নিয়েছি।
21 আমার সততা ও ন্যায় কাজ আমাকে রক্ষা করুক,কারণ আমি তোমার উপরেই আমার আশা রেখেছি।