জবুর 145 MBCL

প্রশংসার কাওয়ালী। হযরত দাউদের কাওয়ালী।

1 হে আমার আল্লাহ্‌, হে বাদশাহ্‌, আমি তোমার গুণগান করব;আমি চিরকাল তোমার প্রশংসা করব।

2 প্রতিদিন আমি তোমার প্রশংসা করব;চিরকাল তোমার গৌরব করব।

3 মাবুদ মহান আর সব চেয়ে বেশী প্রশংসার যোগ্য;কেউ তাঁর মহত্ব বুঝে উঠতে পারে না।

4 এক বংশের লোকেরা তার পরের বংশের লোকদের কাছেতোমার কাজের গুণগান করবে;তারা তোমার শক্তিশালী কাজের কথা ঘোষণা করবে।

5 আমি তোমার মহিমার গৌরবময় জাঁকজমকআর তোমার অলৌকিক চিহ্ন সম্বন্ধে ধ্যান করব।

6 লোকে তোমার ভয়-জাগানো কুদরতি কাজের কথা বলবে,আর আমি তোমার মহত্বের কথা ঘোষণা করব।

7 তুমি যে তাদের প্রচুর মেহেরবানী করেছ তা তারা বলে বেড়াবে,তোমার ন্যায্যতার কথা নিয়ে আনন্দে কাওয়ালী গাইবে।

8 মাবুদ দয়াময় ও মমতায় পূর্ণ;তিনি সহজে রেগে উঠেন না এবং তাঁর অটল মহব্বতের সীমা নেই।

9 মাবুদ সকলের জন্যই মেহেরবান;তাঁর সৃষ্ট সব কিছুর উপরে তাঁর মমতা রয়েছে।

10 হে মাবুদ, তুমি যা কিছু সৃষ্টি করেছসে সবই তোমাকে শুকরিয়া জানাবে;তোমার ভক্তেরা তোমার প্রশংসা করবে।

11 তারা তোমার রাজ্যের গৌরবের কথাআর তোমার কুদরতীর কথা বলবে;

12 যাতে সব মানুষ তোমার কুদরতী-কাজের কথা জানতে পারে,আর জানতে পারে তোমার রাজ্যের গৌরবপূর্ণ জাঁকজমকের কথা।

13 তোমার রাজ্য চিরস্থায়ী রাজ্য;তোমার শাসন বংশের পর বংশ ধরে চলে।

14 যারা পড়ে যাচ্ছে মাবুদ তাদের ধরে রাখেন;যারা নুয়ে পড়েছে তাদের তিনি তুলে ধরেন।

15 আশা নিয়ে সকলেই তোমার দিকে তাকিয়ে থাকে;ঠিক সময়ে তুমি তাদের খাবার দিয়ে থাক।

16 সমস্ত প্রাণীর মনের ইচ্ছাতুমি হাত খুলে পূরণ করে থাক।

17 মাবুদ তাঁর সমস্ত পথে ন্যায়বানআর সমস্ত কাজে বিশ্বস্ত।

18 যারা মাবুদকে ডাকে, অন্তর দিয়ে ডাকে,তিনি তাদের কাছেই থাকেন।

19 যারা তাঁকে ভয় করেতাদের মনের ইচ্ছা তিনি পূরণ করেন;সাহায্যের জন্য তাদের ফরিয়াদ শুনে তিনি তাদের রক্ষা করেন।

20 যারা মাবুদকে মহব্বত করে তাদের সকলকে তিনি রক্ষা করেন,কিন্তু সব দুষ্টদের তিনি ধ্বংস করে ফেলবেন।