1 আলহামদুলিল্লাহ্!হে আমার প্রাণ, মাবুদের প্রশংসা কর।
2 আমি সারা জীবন মাবুদের প্রশংসা করব;যতদিন আমি বেঁচে থাকব আমার আল্লাহ্র প্রশংসা-কাওয়ালী গাইব।
3 কোন উঁচু পদের লোক, কোন মানুষের উপরতোমরা ভরসা কোরো না;তারা উদ্ধার করতে পারে না।
4 তাদের প্রাণ বের হয়ে গেলে তারা মাটিতে ফিরে যায়,আর সেদিনই তাদের সব পরিকল্পনা শেষ হয়ে যায়।
5 ধন্য সেই লোক, ইয়াকুবের আল্লাহ্ যার সাহায্যকারী,যার আশা তার মাবুদ আল্লাহ্র উপর।
6 মাবুদ আসমান ও জমীন, সাগর ও তার মধ্যেকার সব কিছুতৈরী করেছেন;তিনি চিরকাল বিশ্বস্ত থাকেন।
7 তিনি অত্যাচারিতদের পক্ষে ন্যায়বিচার করেনআর যাদের খিদে আছে তাদের খাবার দেন;মাবুদই বন্দীদের মুক্ত করেন।
8 মাবুদ অন্ধদের দেখবার শক্তি দেন;যারা নুয়ে পড়েছে মাবুদ তাদের তুলে ধরেন;মাবুদ সৎ লোকদের মহব্বত করেন।
9 মাবুদ বিদেশীদের উপর চোখ রাখেনআর এতিম ও বিধবাদের দেখাশোনা করেন,কিন্তু দুষ্টদের পথ তিনি বাঁকা করেন।