জবুর 86 MBCL

হযরত দাউদের মুনাজাত।

1 হে মাবুদ, আমার কথায় কান দাওআর আমাকে জবাব দাও,কারণ আমি দুঃখী আর অভাবী।

2 আমার প্রাণ বাঁচাও, কারণ আমি তোমার ভক্ত;হে আমার আল্লাহ্‌, যে গোলাম তোমার উপর ভরসা করছেতাকে তুমি রক্ষা কর।

3 হে মালিক, আমার প্রতি রহমত কর,কারণ আমি সারা দিন তোমাকেই ডাকি।

4 তোমার গোলামের মনে আনন্দ দাও,কারণ হে মালিক, আমার অন্তরআমি তোমার দিকেই তুলে ধরছি।

5 হে মালিক, তুমি মেহেরবান ও মাফদানকারী;যারা তোমাকে ডাকে তাদের প্রতি তুমি মহব্বতে ভরপুর।

6 হে মাবুদ, আমার মুনাজাতে কান দাও;আমার মিনতির কান্না তুমি শোন।

7 বিপদের দিনে আমি তোমাকে ডাকব,কারণ তুমি আমাকে জবাব দেবে।

8 হে মালিক, দেবতাদের মধ্যে তোমার মত কেউ নেই;তোমার কাজের সংগে অন্য কোন কাজের তুলনা হয় না।

9 হে মালিক, তোমার সৃষ্ট সমস্ত জাতি এসেতোমার সামনে সেজদা করবে;তারা তোমার গুণগান করবে।

10 তুমি মহান আর অলৌকিক চিহ্ন দেখিয়ে থাক;একমাত্র তুমিই আল্লাহ্‌।

11 হে মাবুদ, তোমার পথ সম্বন্ধে আমাকে শিক্ষা দাও,যাতে আমি তোমার সত্যে চলতে পারি;তোমাকে ভয় করার জন্যআমার দোটানা অন্তরকে তুমি এক কর।

12 হে আল্লাহ্‌, আমার মালিক,আমি সমস্ত দিল দিয়ে তোমার প্রশংসা করব;চিরকাল তোমার গুণগান করব।

13 আমার প্রতি তোমার অটল মহব্বতের সীমা নেই;কবরের সবচেয়ে নীচু জায়গা থেকেতুমি আমার প্রাণ রক্ষা করেছ।

14 হে আল্লাহ্‌, অহংকারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে;জুলুমবাজের দল আমার প্রাণ নেবার চেষ্টা করছে।তোমার প্রতি সেই লোকদের কোন ভয় নেই।

15 কিন্তু হে মালিক, তুমি মমতায় পূর্ণ দয়াময় আল্লাহ্‌;তুমি সহজে রেগে উঠ না,তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততার সীমা নেই।

16 তুমি আমার দিকে ফেরো এবং আমাকে দয়া কর;তোমার গোলামকে তোমার শক্তি দান কর;তোমার বাঁদীর ছেলেকে রক্ষা কর।