জবুর 6 MBCL

কাওয়ালী পরিচালকের জন্য। তারের বাজনার সংগে গাইতে হবে। বাজনা ও কাওয়ালী নীচু সুরে চলবে। হযরত দাউদের কাওয়ালী।

1 হে মাবুদ, রাগের বশে তুমি আমাকে বকুনি দিয়ো না;ক্রোধে আমাকে শাসন কোরো না।

2 হে মাবুদ, তুমি আমার প্রতি রহমত কর, কারণ আমি দুর্বল।হে মাবুদ, আমাকে সুস্থ কর,কারণ ভয়ে আমার হাড়ে কাঁপুনি ধরেছে,

3 আর প্রাণেও লেগেছে ভীষণ ভয়।হে মাবুদ, আর কতকাল তা চলবে?

4 হে মাবুদ, আমার দিকে ফেরো, আমাকে উদ্ধার কর;তোমার অটল মহব্বতের দোহাই, আমাকে রক্ষা কর।

5 মরে গেলে তোমাকে স্মরণ করা যায় না;কবরে কে তোমার প্রশংসা করবে?

6 আমি কোঁকাতে কোঁকাতে ক্লান্ত হয়ে পড়েছি;সারা রাত কেঁদে কেঁদে আমি বিছানা ভিজাই,চোখের পানিতে আমার খাট ভাসাই।

7 দুঃখে আমার দেখবার শক্তিও কমে গেছে;শত্রুদের কারণে আমার চোখ দুর্বল হয়ে পড়েছে।

8 হে খারাপ কাজ করে বেড়ানো লোকেরা,তোমরা সবাই আমার কাছ থেকে দূর হয়ে যাও,কারণ মাবুদ আমার কান্না শুনেছেন।

9 আমার দয়া-ভিক্ষায় মাবুদ সাড়া দিয়েছেন,আমার মুনাজাত তিনি কবুল করেছেন।