জবুর 38 MBCL

হযরত দাউদের কাওয়ালী। একটা স্মৃতি-জাগানো কাওয়ালী।

1 হে মাবুদ, রাগের বশে তুমি আমাকে বকুনি দিয়ো না,কিংবা ক্রোধে আমাকে শাসন কোরো না;

2 কারণ তোমার তীরগুলো আমাকে বিঁধেছে,তোমার হাত আমাকে চেপে রেখেছে।

3 তোমার রাগের ফলে আমার শরীর স্বাস্থ্যহীন,গুনাহের জন্য আমার হাড়ও সুস্থ নয়।

4 আমার অন্যায়ের মধ্যে আমি ডুবে গেছি;তা এমন বোঝার মত হয়েছে যা আমি বইতে পারি না।

5 আমার বোকামির দরুন আমার ঘা থেকে দুর্গন্ধ বের হচ্ছে,তাতে পচন ধরেছে।

6 আমি কুঁজো হয়ে গেছি, একেবারে নূয়ে পড়েছি;সারা দিন আমি মনে দুঃখ নিয়ে বেড়াই।

7 আমার কোমরে জ্বালাময় ব্যথা হয়েছে,আমার শরীর স্বাস্থ্যহীন।

8 আমি দুর্বল হয়ে গেছি, একেবারে ভেংগে পড়েছি,দিলের যন্ত্রণায় আমি কাতরাচ্ছি।

9 হে মালিক, আমার সমস্ত কামনা-বাসনা তোমার জানা আছে;আমার দীর্ঘনিঃশ্বাস তোমার কাছ থেকে লুকানো নেই।

10 আমার বুক ধুক্‌ধুক্‌ করছে, আমার শক্তি চলে গেছে,এমন কি, আমার চোখও আঁধার হয়ে গেছে।

11 আমার এই অবস্থা দেখে বন্ধু-বান্ধব ও সংগীরাআমার কাছ থেকে দূরে দূরে থাকে,এমন কি, আমার আত্মীয়-স্বজনেরাও দূরে সরে থাকে।

12 আমাকে যারা হত্যা করতে চায়তারা আমার জন্য ফাঁদ পেতেছে;যারা আমার ক্ষতি করতে চায়তারা আমাকে ধ্বংসের ভয় দেখায়;সারা দিন তারা কেবল আমাকে ঠকাবার ফন্দি আঁটে।

13 আমি যেন বধির হয়ে গেছি, কিছুই শুনি না;যেন বোবা হয়ে গেছি, কিছুই বলি না।

14 যে শোনে না আর যার মুখে কোন আপত্তি নেই,আমি তার মতই হয়েছি।

15 হে মাবুদ, আমি তোমার দিকে চেয়ে আছি;হে আল্লাহ্‌, আমার মালিক, আমার জবাব তুমিই দেবে;

16 কারণ আমি বলেছিলাম, “যখন আমার পা পিছ্‌লে যাবেতখন তা নিয়ে তুমি ওদের আনন্দ করতে দিয়ো না,আমার বিরুদ্ধে বড়াই করতে দিয়ো না।”

17 আমি তো প্রায় পড়েই যাচ্ছি;আমার কষ্টের কথা সব সময় আমার মনে জাগছে।

18 আমার দোষ আমি স্বীকার করছি;আমার গুনাহের জন্য আমার মন দুশ্চিন্তায় ভরা।

19 আমার শত্রুরা সতেজ ও শক্তিশালী;যারা অকারণে আমাকে ঘৃণা করে তারা অনেক।

20 আমি তাদের যে উপকার করিতার বদলে তারা আমার ক্ষতি করে;আমি যখন ভালোর খোঁজ করিতখন তারা আমার বিরুদ্ধে দাঁড়ায়।

21 হে মাবুদ, আমাকে ত্যাগ কোরো না;হে আমার আল্লাহ্‌, আমার কাছ থেকে দূরে থেকো না।