1 আমি মাবুদকে মহব্বত করি,কারণ তিনি আমার মিনতি শুনেছেন।
2 তিনি আমার কথায় কান দিয়েছেন,তাই যতদিন আমি বেঁচে থাকব ততদিন তাঁকে ডাকব।
3 মৃত্যুর দড়িতে আমি বাঁধা পড়েছিলাম,কবরের আজাব আমাকে পেয়ে বসেছিল;আমি দুঃখ ও কষ্ট পাচ্ছিলাম।
4 তখন আমি মাবুদকে ডেকে বললাম,“হে মাবুদ, আমি তোমার কাছে মিনতি করি,তুমি আমার প্রাণ বাঁচাও।”