জবুর 119:144-150 MBCL

144 তোমার সব কথা চিরকাল ন্যায়ে পূর্ণ;আমাকে তা বুঝবার শক্তি দাও যেন আমি বেঁচে থাকতে পারি।

145 আমার সমস্ত দিল দিয়ে আমি তোমাকে ডাকছি;হে মাবুদ, আমাকে জবাব দাও।আমি তোমার সব নিয়ম পালন করব।

146 আমি তোমাকেই ডাকছি, আমাকে উদ্ধার কর;আমি তোমার সব কথা পালন করব।

147 ভোর হওয়ার আগেই আমি উঠে সাহায্যের জন্য কাঁদি;তোমার ওয়াদার উপর আমি ভরসা করে আছি।

148 রাত শেষ হবার আগেই আমার চোখ খুলে যায়,যেন তোমার সব ওয়াদা নিয়ে আমি ধ্যান করতে পারি।

149 তোমার অটল মহব্বত অনুসারে তুমি আমার কথা শোন;হে মাবুদ, তোমার শরীয়ত অনুসারেতুমি আমাকে নতুন শক্তি দাও।

150 যারা খারাপ কাজ করে তারা কাছে এসে পড়েছে;তারা তোমার নির্দেশ থেকে অনেক দূরে থাকে।