152 তোমার কালাম থেকে অনেক আগেই আমি জেনেছি যে,তুমি চিরকালের জন্য তা স্থির করেছ।
153 আমার দুর্দশার দিকে তাকাও, আমাকে রক্ষা কর,কারণ আমি তোমার নির্দেশ ভুলে যাই নি।
154 আমার পক্ষ হয়ে কথা বল,আর আমি যে নির্দোষ তা প্রমাণ কর;তোমার ওয়াদা অনুসারে আমাকে নতুন শক্তি দাও।
155 দুষ্ট লোকদের কাছ থেকে উদ্ধার অনেক দূরে রয়েছে,কারণ তারা তোমার নিয়মের দিকে মনোযোগ দেয় না।
156 হে মাবুদ, তোমার মমতা অনেক বেশী;তোমার শরীয়ত অনুসারে আমাকে নতুন শক্তি দাও।
157 আমার শত্রুরা ও জুলুমবাজ লোকেরা সংখ্যায় অনেক,কিন্তু আমি তোমার কালাম থেকে সরে যাই নি।
158 বেঈমানদের দেখে আমার ঘৃণা লাগে,কারণ তারা তোমার কালাম অনুসারে চলে না।