1 হে মাবুদ, আমি তোমাকে ডাকছি,তুমি তাড়াতাড়ি আমার কাছে এস;আমি ডাকলে তুমি আমার ডাকে কান দিয়ো।
2 আমার মুনাজাত যেন খোশবু ধূপের মত,আমার হাত উঠানো যেন সন্ধ্যাবেলার কোরবানীর মততোমার সামনে উপস্থিত হয়।
3 হে মাবুদ, আমার মুখের উপর তুমি পাহারা বসাও,আমার ঠোঁটের দরজা তুমি চৌকি দাও।
4 আমার মনকে কোন খারাপ জিনিসের দিকে ঝুঁকতে দিয়ো না,যাতে অন্যায়কারীদের সংগে খারাপ কাজে আমি অংশ না নিই;তাদের ভাল ভাল খাবার যেন আমি না খাই।