1 তোমার দুঃখের দিনে মাবুদ তোমার ডাকে সাড়া দিন;ইয়াকুবের আল্লাহ্ তোমাকে নিরাপদে রাখুন।
2 তাঁর পবিত্র জায়গা থেকে তিনি তোমাকে সাহায্য করুনআর সিয়োন পাহাড় থেকে তোমাকে শক্তি দিন।
3 তোমার সমস্ত কোরবানীর কথা তাঁর মনে থাকুক,তোমার পোড়ানো-কোরবানীগুলো তিনি কবুল করুন। [সেলা]
4 তোমার মনের ইচ্ছা তিনি পূরণ করুন,তোমার সমস্ত পরিকল্পনা সফল করুন।
5 তোমার জয়ে আমরা যেন আনন্দ করিআর আমাদের আল্লাহ্র নামে নিশান উড়াই।মাবুদ তোমার সমস্ত মুনাজাত কবুল করুন।