2 কারণ ঘাসের মতই তারা তাড়াতাড়ি শুকিয়ে যাবেআর সবুজ লতা-গুল্মের মতই বেশী দিন টিকবে না।
3 মাবুদের উপর বিশ্বাস রাখ আর ভাল কাজ কর;নিজের দেশে বাস কর, বিশ্বস্তভাবে চল।
4 মাবুদকে নিয়ে আনন্দে মেতে থাক;তোমার মনের ইচ্ছা তিনিই পূরণ করবেন।
5 তোমার জীবন পথের ভার মাবুদের উপর ফেলে দাও;তাঁর উপর ভরসা কর, তিনিই সব করবেন।
6 তিনিই তোমার সততাকে আলোর মত উজ্জ্বল করে তুলবেন;তোমার ন্যায় কাজকে দুপুরের রোদের মত স্পষ্ট করবেন।
7 মাবুদের সামনে শান্ত হও;ধৈর্য্য ধরে তাঁর জন্য অপেক্ষা কর।নিজের কাজ সফল করতেযে লোক তার দুষ্ট পরিকল্পনা কাজে লাগায়,তার দরুন তুমি উতলা হোয়ো না।
8 রাগ করা বন্ধ কর, মেজাজ দেখানো ত্যাগ কর;উতলা হোয়ো না, কারণ তা তোমাকেকেবলই খারাপের দিকে নিয়ে যাবে।