জবুর 42:1-5 MBCL

1 হরিণ যেমন আকুলভাবে পানির ধারা কামনা করে,তেমনি করে হে আল্লাহ্‌, আমার প্রাণতোমার জন্য আকুল হয়ে আছে।

2 আল্লাহ্‌র জন্য, জীবন্ত আল্লাহ্‌র জন্যআমার প্রাণে পিপাসা জেগেছে;কখন আমি গিয়ে তাঁর সামনে দাঁড়াতে পারব?

3 আমার চোখের পানিই আমার দিনরাতের খোরাক হয়েছে;আর এদিকে লোকে আমাকে কেবলই বলছে,“কোথায় গেল তোমার আল্লাহ্‌?”

4 কান্নায় আমি যখন নিজেকে উজাড় করি,তখন আমার মনে পড়েকেমন করে অসংখ্য ঈদ পালনকারীদের নিয়েআমি আনন্দ ও শুকরিয়ার চিৎকার দিতে দিতেমিছিল করে আল্লাহ্‌র ঘরে যেতাম।

5 হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়েছ?কেন এত চঞ্চল হয়ে উঠেছ?আল্লাহ্‌র উপরে আশা রাখ, কারণ তিনিই আমাকে উদ্ধার করেন;সেজন্য আমি আবার তাঁর প্রশংসা করব।