জবুর 50:4-10 MBCL

4 তাঁর নিজের বান্দাদের বিচারে অংশ নেবার জন্যউপরের আসমানকে তিনি ডাক দিচ্ছেন,আর ডাক দিচ্ছেন দুনিয়াকে;

5 তিনি বলছেন, “আমার সেই ভক্তদের আমার কাছে জমায়েত কর,যারা পশু-কোরবানীর মধ্য দিয়েআমার স্থাপন করা ব্যবস্থা গ্রহণ করেছে।”

6 আসমান তাঁর ন্যায়বিচারের কথা ঘোষণা করছে,কারণ আল্লাহ্‌ নিজেই বিচারক।

7 “হে আমার বান্দারা, শোন, আমি কথা বলছি;হে ইসরাইল, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছি;আমি আল্লাহ্‌, তোমারই আল্লাহ্‌।

8 তোমার পশু-কোরবানী নিয়ে আমি তোমাকে দোষী করছি না;তোমার পোড়ানো-কোরবানী সব সময়ই তো আমার সামনে রয়েছে।

9 তোমার গোয়ালের কোন ষাঁড়ের আমার দরকার নেই,তোমার খোঁয়াড়ের ছাগলও নয়;

10 কারণ বনের সব প্রাণীই আমার,অসংখ্য পাহাড়ের উপরে ঘুরে বেড়ানো পশুও আমার।