17 সন্ধ্যায়, সকালে আর দুপুরেআমি কাতর স্বরে আমার নালিশ জানাতে থাকব,আর তিনি আমার স্বর শুনবেন।
18 যে যুদ্ধ আমার বিরুদ্ধে চলছিলতাতে আমার বিপক্ষের দল বড় ছিল,তাই তিনি আমাকে ছাড়িয়ে এনে নিরাপদে রেখেছেন।
19 আল্লাহ্, যিনি প্রথম থেকেই সিংহাসনে আছেনতিনি শুনবেন এবং তাদের শাস্তি দেবেন। [সেলা]তাদের মনে কোন পরিবর্তন নেই, আল্লাহ্র প্রতি ভয়ও নেই।
20 আমার সেই বন্ধুর সংগে যারা শান্তিতে ছিলতাদের উপরেও সেই বন্ধু হাত উঠিয়েছেআর তার চুক্তি ভেংগেছে।
21 তার মুখের কথা মাখনের চেয়ে মোলায়েম,কিন্তু তার অন্তরে রয়েছে যুদ্ধ;তার কথাগুলো গায়ে মাখানো তেলের চেয়েও আরামের,কিন্তু সেগুলো যেন খাপ থেকে টেনে বের করা তলোয়ার।
22 তোমার সব ভার তুমি মাবুদের উপর ফেলে দাও,তিনিই তোমার ব্যবস্থা করবেন;তাঁর ভক্তদের তিনি কখনও টলতে দেবেন না।