4 এতে আমার অন্তর মোচড় দিয়ে উঠছে;মৃত্যুর ভয় আমাকে পেয়ে বসেছে।
5 আমাকে ভয় আর কাঁপুনিতে ধরেছে;ভীষণ ভয়ে আমি ডুবে আছি।
6 আমি বলেছি, “হায়, যদি পাখীর মত আমার ডানা থাকত!তবে আমি উড়ে গিয়ে বিশ্রাম পেতাম।
7 হ্যাঁ, তাহলে আমি অনেক দূরে চলে যেতাম,আর এক নিরালা জায়গায় গিয়ে থাকতাম। [সেলা]
8 আমার আশ্রয়-স্থানে আমি ছুটে যেতাম,ঝোড়ো বাতাস থেকে দূরে চলে যেতাম।”
9 হে মালিক, তুমি তাদের উপর ধ্বংস নিয়ে এস,তাদের ভাষায় গোলমাল লাগিয়ে দাও;আমি শহরে মারামারি আর ঝগড়া-বিবাদ দেখতে পাচ্ছি।
10 তারা যেন কিসের খোঁজেদিনরাত শহরের দেয়ালের উপর ঘুরে বেড়ায়।দুষ্টতা আর অন্যায় কাজ শহরের মধ্যে চলছে।