জবুর 61 MBCL

কাওয়ালী পরিচালকের জন্য। তারের মাত্র একটি বাজনার সংগে গাইতে হবে। হযরত দাউদের কাওয়ালী।

1 হে আল্লাহ্‌, আমার ফরিয়াদ শোন;আমার মুনাজাতে কান দাও।

2 আমি যখনই হতাশায় ভেংগে পড়বতখন দুনিয়ার শেষ সীমায় থাকলেওসেখান থেকে আমি তোমাকে ডাকব।আমাকে তুমি এমন কোন উঁচু আশ্রয়-পাহাড়ে নিয়ে রাখযা আমার নাগালের বাইরে।

3 তুমিই তো আমার আশ্রয় হয়ে আছ;শত্রুর বিরুদ্ধে তুমিই আমার শক্তিশালী কেল্লা।

4 তোমার তাম্বুতে যেন আমি চিরকাল বাস করতে পারি;তোমার ডানার তলায় যেন আশ্রয় পাই। [সেলা]

5 হে আল্লাহ্‌, আমি যে সব মানত করেছি তা তো তুমি শুনেছ;তোমাকে যারা ভয় করেতাদের জন্য যে অধিকার তুমি স্থির করেছতা তুমি আমাকেও দিয়েছ।

6 তুমি বাদশাহ্‌র আয়ু বাড়িয়ে দেবে;তিনি কয়েক পুরুষ পর্যন্ত বেঁচে থাকবেন।

7 তিনি চিরকাল আল্লাহ্‌র সামনে বাস করবেন;তাঁকে রক্ষা করবার জন্য তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততাকেতুমি কাজে লাগাও।