11 কেন তুমি তোমার হাতখানা, ঐ ডান হাতখানা লুকিয়ে রেখেছ?তা বুকের মধ্য থেকে বের করে এনে তাদের শেষ করে দাও।
12 তবুও হে আল্লাহ্, অনেক কাল আগে থেকে তুমিই আমার বাদশাহ্;তুমিই এই দুনিয়ার বুকে উদ্ধারের কাজ করছ।
13 নিজের শক্তিতে তুমিই সাগরকে ভাগ করেছিলে;তুমিই সাগরের মধ্যে ভেংগে দিয়েছিলে জল-দানবদের মাথা।
14 লিবিয়াথনের মাথাগুলো তুমিই চুরমার করে দিয়েছিলেআর তার শরীরটা মরুভূমির প্রাণীদের খেতে দিয়েছিলে।
15 তুমি ঝর্ণা ও ছোট নদীর পথ খুলে দিয়েছ;অনেক কালের বয়ে যাওয়া নদী তুমিই শুকিয়ে ফেলেছ।
16 দিন তোমার, রাতও তোমার;চাঁদ-তারা ও সূর্য তুমিই স্থাপন করেছ।
17 দুনিয়ার সব কিছুর সীমা তুমিই ঠিক করে দিয়েছ;তুমিই শীত ও গ্রীসমকাল তৈরী করেছ।