5 তিনি ইয়াকুবের বংশের উপর তাঁর হুকুম জারি করেছেন,ইসরাইল জাতির জন্য তাঁর শরীয়ত স্থাপন করেছেন;সেই শরীয়ত তাদের ছেলেমেয়েদের শিক্ষা দিতেতিনি আমাদের পূর্বপুরুষদের হুকুম দিয়েছেন,
6 যাতে পরের বংশধরেরা, যারা এখনও জন্মগ্রহণ করে নিতারা সেগুলো জানতে পারেআর তাদের সন্তানদের কাছে তা বলতে পারে।
7 তাহলে তারা আল্লাহ্র উপরে ভরসা করবে;তাঁর কাজগুলো তারা ভুলে যাবে নাবরং তাঁর হুকুমগুলো পালন করবে।
8 এতে তাদের পূর্বপুরুষদের মত তারা একগুঁয়ে ও বিদ্রোহী হবে না;সেই পূর্বপুরুষদের অন্তর আল্লাহ্র প্রতি অটল ছিল নাআর মনও বিশ্বস্ত ছিল না।
9 আফরাহীমের লোকেরা ধনুকধারী হলেওযুদ্ধের দিনে পিছু হটে গিয়েছিল।
10 তারা আল্লাহ্র ব্যবস্থা পালন করে নি,তাঁর শরীয়ত মতে চলতে তারা অস্বীকার করেছিল।
11 তিনি যে কি করেছিলেন তা তারা ভুলে গিয়েছিল,ভুলে গিয়েছিল তাঁর অলৌকিক কাজের কথাযা তিনি তাদের দেখিয়েছিলেন।