12 ঐ সব শত্রুরা বলেছিল, “এস, আমরা আল্লাহ্র দেওয়া দেশটাদখল করে নিই।”
13 হে আমার আল্লাহ্, তুমি তাদেরবাতাসে উড়ে যাওয়া শুকনা গাছের মত কর,বাতাসের মুখে তুষের মত কর।
14 বনে আগুন লাগলে যেমন গাছের পর গাছ পুড়িয়ে দেয়আর আগুনের শিখা পাহাড়ের পর পাহাড় জ্বালিয়ে দেয়,
15 তেমনি করে তোমার ঝড় দিয়ে তুমি তাদের তাড়া কর;তোমার ভয়ংকর ঝড় দিয়ে ভীষণ ভয় ধরিয়ে দাও।
16 তুমি লজ্জা দিয়ে তাদের মুখ ঢেকে দাও,যাতে হে মাবুদ, তারা তোমাকে ডাকে।
17 তারা চিরকালের জন্য লজ্জিত হোক ও ভীষণ ভয় পাক;তারা অসম্মানের সংগে ধ্বংস হয়ে যাক।