জবুর 89 MBCL

ইষ্রাহীয় এথনের মস্কীল-কাওয়ালী।

1 আমি চিরকাল মাবুদের অটল মহব্বতের কাওয়ালী গাইব;বংশের পর বংশ ধরে সকলের সামনেতোমার বিশ্বস্ততার কথা জানাব।

2 আমি ঘোষণা করব যে, তোমার মহব্বতের কাজচিরকাল ধরে বৃদ্ধি পাচ্ছে;তোমার বিশ্বস্ততা বেহেশতেই তুমি স্থাপন করছ।

3 তুমি বলেছ, “আমার বাছাই করা বান্দার জন্যআমি একটা ব্যবস্থা স্থাপন করেছি;আমার গোলাম দাউদের কাছে আমি এই কসম খেয়েছি,

4 ‘তোমার বংশকে আমি চিরকালের জন্য স্থাপন করব;বংশের পর বংশ ধরে তোমার সিংহাসন স্থির রাখব।’ ” [সেলা]

5 হে মাবুদ, বেহেশতের সব কিছুতোমার সুন্দর মহান কাজের গুণগান করে,পবিত্র ফেরেশতাদের মধ্যে তোমার বিশ্বস্ততার প্রশংসা করে।

6 বেহেশতের মধ্যে এমন কে আছেযাকে মাবুদের সংগে তুলনা করা যায়?ফেরেশতাদের মধ্যে কে মাবুদের সমান?

7 পবিত্র ফেরেশতাদের সভায় সকলে আল্লাহ্‌কে ভয় করে;তাঁর চারপাশের সকলের চেয়েতিনিই বেশী ভয় জাগান।

8 হে মাবুদ, আল্লাহ্‌ রাব্বুল আলামীন,কে আছে তোমার মত শক্তিমান, হে মাবুদ?তোমার বিশ্বস্ততা তোমাকে ঘিরে রয়েছে।

9 ফুলে ওঠা সাগরের ঢেউ তোমার শাসনে থাকে;তার ঢেউ উঠলে তাকে তুমিই শান্ত কর।

10 তুমি রহবকে চুরমার করে মেরে ফেলা লোকের মত করেছ;তোমার শক্তিশালী হাতে তোমার শত্রুদের তুমি ছড়িয়ে দিয়েছ।

11 আসমান তোমার, জমীনও তোমার;এই দুনিয়া ও তার মধ্যেকার সব কিছু তুমিই স্থাপন করেছ।

12 উত্তর ও দক্ষিণ তোমারই সৃষ্টি;তাবোর ও হর্মোণ পাহাড় তোমাকে নিয়ে আনন্দের কাওয়ালী গায়।

13 তোমার হাত ক্ষমতায় ভরা;তোমার হাতে রয়েছে শক্তি,তোমার ডান হাতের শক্তির তুলনা নেই।

14 সততা ও ন্যায়বিচারের উপর তোমার সিংহাসন দাঁড়িয়ে আছে;মহব্বত ও বিশ্বস্ততা তোমার আগে আগে চলে।

15 ধন্য সেই লোকেরা, যারা সেই আনন্দের ধ্বনি চেনে;হে মাবুদ, তারা তোমার দয়ার দৃষ্টির নূরেচলাফেরা করে।

16 সারা দিন ধরে তোমাকে ঘিরেই তাদের আনন্দ;তোমার সততা তাদের উঁচুতে তোলে।

17 তুমিই তো তাদের শক্তির সৌন্দর্য;তোমার রহমতই আমাদের শক্তির শিং উঁচুতে তোলে।

18 আমাদের বাদশাহ্‌কে ইসরাইলের আল্লাহ্‌ পাক নিযুক্ত করেছেন;আমাদের সেই ঢাল মাবুদেরই নিযুক্ত।

19 একবার তুমি দর্শনে তোমার ভক্তদের বলেছিলে,“আমি এক বীরকে সাহায্য করেছি;লোকদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে উঁচুতে তুলেছি।

20 আমার গোলাম দাউদকে আমি খুঁজে পেয়েছি;আমার পবিত্র তেল দিয়ে তাকে অভিষেক করেছি।

21 আমার শক্তিশালী হাত তার সংগে থাকবে;আমার হাতই তাকে শক্তি দান করবে।

22 কোন শত্রু তার উপরে উঠতে পারবে না;কোন দুষ্ট লোক তাকে জুলুম করতে পারবে না।

23 তার সামনেই আমি তার বিপক্ষদের চুরমার করে ফেলবআর যারা তাকে ঘৃণা করে তাদের আঘাত করব।

24 আমার বিশ্বস্ততা ও অটল মহব্বত তার সংগে থাকবে;আমার নামেই তার শক্তির শিং উঁচুতে উঠবে।

25 আমি সাগরের উপরে আর নদীর উপরে তাকে ক্ষমতা দেব।

26 সে আমাকে ডেকে বলবে, ‘তুমিই আমার পিতা,আমার আল্লাহ্‌, আমার রক্ষাকারী পাহাড়।’

27 আমিও তাকে আমার প্রথম সন্তান করব;দুনিয়ার বাদশাহ্‌দের মধ্যে তাকে প্রধান করব।

28 চিরকাল তার প্রতি আমার মহব্বত থাকবে;তারই জন্য আমার স্থাপন করা ব্যবস্থা অটল থাকবে।

29 আমি তার বংশকে চিরকাল স্থায়ী করব;যতদিন আসমান থাকবে তার সিংহাসনও ততদিন থাকবে।

30 তার ছেলেরা যদি আমার নির্দেশ থেকে দূরে সরে যায়আর আমার শরীয়ত মেনে না চলে,

31 যদি তারা আমার নিয়ম অমান্য করেআর আমার হুকুম পালন না করে,

32 তবে বেত মেরে আমি তাদের গুনাহের শাস্তি দেব,তাদের অন্যায়ের শাস্তি দেব।

33 কিন্তু আমার অটল মহব্বতআমি তার উপর থেকে তুলে নেব না;আমার বিশ্বস্ততা মিথ্যা হতে দেব না।

34 আমার স্থাপন করা ব্যবস্থা আমি বাতিল করব না;আমার মুখ যা বলেছে তা বদলাব না।

35 আমার পবিত্রতার কসম খেয়ে আমি একবারই বলে রেখেছি-আমি দাউদের কাছে কখনও মিথ্যা বলব না;

36 তার বংশ চিরকাল থাকবে;তার সিংহাসন আমার সামনে সূর্যের মত টিকে থাকবে।

37 আসমানের বিশ্বস্ত সাক্ষী চাঁদের মততা চিরকালের জন্য স্থাপন করা হবে।” [সেলা]

38 কিন্তু তুমিই ত্যাগ করেছ, পায়ে ঠেলেছ;তোমার অভিষিক্ত বান্দার প্রতি তুমি রেগে গিয়েছ।

39 তোমার গোলামের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছতা তুমি পায়ে মাড়িয়েছ;তাঁর তাজ তুমি মাটিতে ফেলে নাপাক করেছ।

40 তাঁর রক্ষা-দেয়াল তুমি ভেংগে দিয়েছ;তাঁর সব কেল্লা ধ্বংস করেছ।

41 যারা তাঁর দেশের পাশ দিয়ে যায় তারা তাঁর সব কিছু লুট করে;তাঁর প্রতিবেশী জাতিদের কাছে তিনি নিন্দার পাত্র হয়েছেন।

42 তুমি তাঁর বিপক্ষদের শক্তিশালী করেছ;তাঁর শত্রুদের আনন্দিত করেছ।

43 তুমি তাঁর তলোয়ার অকেজো করে দিয়েছ;তুমি যুদ্ধে তাঁকে টিকতে দাও নি।

44 তাঁর জাঁকজমক তুমি শেষ করে দিয়েছ;তাঁর সিংহাসন মাটিতে ফেলেছ।

45 তাঁর যৌবনের দিনগুলো তুমি কমিয়ে দিয়েছ,লজ্জা দিয়ে তাঁকে ঢেকে দিয়েছ। [সেলা]

46 হে মাবুদ, আর কতকাল?চিরকালই কি তুমি নিজেকে লুকিয়ে রাখবে?আর কতকাল তোমার রাগ আগুনের মত জ্বলবে?

47 ভেবে দেখ আমার জীবনকাল কত ছোট;কি অসারতার জন্যই না তুমি মানুষকে সৃষ্টি করেছ!

48 কে সেই শক্তিশালী মানুষ, যে বেঁচেই থাকবে, মরবে না?এমন কে আছে, যে কবরের হাত থেকেনিজেকে রক্ষা করতে পারবে? [সেলা]

49 হে মালিক, কোথায় তোমার সেই আগেকার অটল মহব্বত?তোমার বিশ্বস্ততার দরুন সেই মহব্বতের কসমতুমি দাউদের কাছে খেয়েছিলে।

50 হে মালিক, তোমার গোলামদের যে অপমান করা হয়েছেতা তুমি মনে করে দেখ;মনে করে দেখ, অন্যান্য জাতির করা সেই অপমানকেমন করে আমি বুকে বয়ে বেড়াচ্ছি।

51 হে মাবুদ, তোমার শত্রুরা সেই অপমান করেছে;অপমান করেছে তোমার অভিষিক্ত বান্দাকেতাঁর প্রতিটি ব্যাপারে।